শিরোনাম :
দয়ার কাজ করে যিশুর প্রকৃত শিষ্য হওয়ার আহ্বান পোপ ফ্রান্সিসের
ডেস্ক নিউজ:
দয়ার কাজ করে যিশুর প্রকৃত শিষ্য হওয়ার আহ্বান জানিয়েছেন পুণ্য পিতা পোপ ফ্রান্সিস। সেন্ট পিটারস স্কয়ারে ১৪ জুলাই ২০ হাজার খ্রিষ্টভক্তের উপস্থিতে ধর্মপোদেশে পোপ মহোদয় বলেন, ‘মানুষের জীবনে কৃপা বা দয়া সত্যিকারের ভালবাসা।’
তিনি পবিত্র বাইবেলের দয়ালু শমরীয়র কাহিনী (লুক ১০:২৫-৩৭) বাইবেলের সবচেয়ে সুন্দর মঙ্গল সমাচার হিসেবে উল্লেখ করে বলেন, ‘দয়া করার সামর্থ্য দিয়েই বোঝা যায় প্রকৃত খ্রিষ্টান কে। শমরীয় এই গল্পের মূল চরিত্র। তিনি একজন আহত ব্যক্তিকে সেবা করেছিলেন যিনি ডাকাতদের হাতে নির্যাতিত হয়েছিলেন। দয়ালু শমরীয় সেই আহত ব্যক্তিকে সেবা ও ভালবাসা দিয়ে দৃষ্টন্ত স্থাপন করেছিলেন।’
পোপ মহোদয় প্রশ্ন রাখেন, শমরীয়র গল্পে কে প্রতিবেশী- ডাকাত না যিনি আহত ব্যক্তি? নিশ্চয় আহত ব্যক্তি। সুতরাং আমাদের বুঝতে হবে কে আমার প্রতিবেশী, কার দয়া প্রয়োজন। সেভাবে আমাদের দয়ার কাজ করতে হবে এবং হতে হবে যিশুর প্রকৃত শিষ্য। এসসি/আরপি/১৫/০৭/২০১৯
আরো পড়ুন:
ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নটর ডেম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
শিক্ষায় অবদানে স্বর্ণপদক পেলেন ব্রাদার কাজল
তারা এখন উদ্যোক্তা হতে চান, ভিক্ষা করবেন না
হুসেইন মুহাম্মদ এরশাদ মারা গেছেন
ডাউনলোড করুন ঢাকা ক্রেডিট অ্যাপ, সুবিধা নিন