ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক শেখ হাসিনার অধীনে সংখ্যালঘুরা সব চেয়ে বেশি নিরাপদ: জুয়েল আরেং

শেখ হাসিনার অধীনে সংখ্যালঘুরা সব চেয়ে বেশি নিরাপদ: জুয়েল আরেং

0
755
শেখ হাসিনার অধীনে সংখ্যালঘুরা সব চাইতে বেশি

মিল্টন কস্তা:

বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অধীনেই সংখ্যালঘুরা সব চেয়ে বেশি নিরাপদ বলে মন্তব্য করেন খ্রিষ্টান যুবক এমপি জুয়েল আরেং।

১৩ জুলাই বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের সেন্ট এ্যান্থনী প্রাইমারি স্কুলের মিলানায়তনে বাংলাদেশি সংসদ সদস্য জুয়েল আরেংকে সংবর্ধনা প্রদান করা হয়, তখন তিনি এই মন্তব্য করেন।

আরো পড়ুন: শিক্ষায় অবদানে স্বর্ণপদক পেলেন ব্রাদার কাজল

বাংলাদেশ খ্রিষ্টান কমিউনিটি ইউকে এবং বেঙ্গলি খ্রিষ্টান মিনিস্ট্রি যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। সহযোগিতা করে বাংলাদেশ প্রবাসী খ্রিষ্টান এসোসিয়েশন তুলুজ, ফ্রান্স, প্রবাসী বাংলাদেশ  খ্রিষ্টান এসোসিয়েশন, ইটালি, বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন, জার্মানি এবং ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফেলোশিপ , বারমিংহাম।

প্রধান অতিথির বক্তব্যে জুয়েল আরেং বলেন, ‘আমার জন্য প্রার্থনা কববেন যেন সুষ্ঠভাবে দায়িত্ব পালন করতে পারি।’ তিনি সকলের আশীর্বাদ কামনা করেন।

শেখ হাসিনার অধীনে সংখ্যালঘুরা সব চাইতে বেশি

মূল অনুষ্ঠানের আগে স্থানীয় এবং ইউরোপের বাঙালি খ্রিষ্টান নেতৃবৃন্দ সংসদ সদস্যকে নিয়ে একান্ত বৈঠকে মিলিত হন।  অনুষ্ঠানে সর্ব ইউরোপীয় খ্রিষ্টান ঐক্য পরিষদ গঠনের ব্যাপারে একটি ফলপ্রসূ আলোচনা হয়। এরপর সংসদ সদস্য পিঠা স্টলের উদ্বোধন করেন এবং উপস্থিত সবাই পিঠা খেয়ে আনন্দ সহভাগিতা করেন।

জুড মার্ক রোজারিও’র পরিচালনায় মূল আলোচনা সভার শুরুতে প্রয়াত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানখিন-এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। উক্ত সভায় বক্তব্য প্রদান করেন  লেনার্ড রোজারিও, পাস্টর কাজল সরকার, ফাদার জন জিজাস, ফাদার বিজয় চন্দ বনিক, মার্ক রায়, ব্যারিস্টার মুক্তি সরকার, পাস্টর মোহন জাইগিরদার এবং প্রধান অতিথি সংসদ সদস্য জুয়েল আরেং। বক্তারা সবাই খ্রিষ্টীয় মূল্যবোধে একতাবদ্ধ থাকার ওপর গুরত্বারোপ করেন এবং বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থান তুলে ধরেন।

পরিশেষে, পিঠা তৈরির প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং মিল্টন কস্তার ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে আলচনা সভা শেষ হয়।

লন্ডনের প্রবাসী খ্রিষ্টান বাঙালিরা জুয়েল আরেংকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন।

আলোচনা শেষে চন্দনা কস্তা ও মিল্টন কস্তার সঞ্চালনায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাঙালি খ্রিষ্টান কমিউনিটির শিল্পী পাস্টর কাজল সরকার, ভিনসেন্ট বিশ্বাস, চন্দনা কস্তা, মিতালি সরকার, ক্ষমা রয়, গ্রেইস, জেনি প্রমুখ। ভাইয়োলিনের সুরে সবাইকে মুগ্ধ করেন আনা সরকার।

এসসি/আরপি/৭/২০১৯

তারা এখন উদ্যোক্তা হতে চান, ভিক্ষা করবেন না

২৪ জন যুবক পেলেন ড্রাইভিং লাইন্সেস

টিনের ঘর থেকে অট্টালিকা 

শেরপুরে খ্রিষ্টান কিশোরীর ধর্ষণের মামলা তুলে নিতে জীবননাশের হুমকি

বিশ্বে যোগাযোগের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ভাল ইংরেজি জানা