শিরোনাম :
সাদুল্লাপুর উপজেলা শিক্ষক-কর্মচারী ক্রেডিটের চেয়ারম্যানের পরলোগমন
নিজস্ব সংবাদদাতা:
সাদুল্লাপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর চেয়ারম্যান ছাইদুর রহমান মারা গেছেন। তিনি ১৪ জুলাই সকাল সাড়ে ১০টায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ সন্তলা ভাটগ্রামে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
কালবের সাদুল্লাপুর উপজেলার ব্যবস্থাপক রফিকুল ইসলাম ডিসি নিউজকে জানান, উপজেলার শিক্ষক-কর্মচারীদের নিয়ে গঠিত হয় সাইদুল্লাপুর উপজেলা শিক্ষক-কর্মচারী ক্রেডিট। ছাইদুর রহমান সমিতির একজন নিবেদিত প্রাণ সমবায়ী নেতা ছিলেন।
ফরিদপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের মৌলভি শিক্ষক ছিলেন ছাইদুর রহমান । রফিকুল ইসলাম প্রয়াত ছাইদুর রহমান সম্পর্কে বলেন, তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ সমবায়ী নেতা। তিনি সমিতির নতুন সদস্য বৃদ্ধিসহ ঋণ খেলাপি সদস্যদের নিকট হতে টাকা আদায় করায় পারদর্শী ছিলেন। তা ছাড়া উনি সমিতির প্রডাক্ট অন্যদের নিকট ভালভাবে উপস্থাপন করে বিক্রি করতেন। সমিতি উনার মধ্য দিয়ে অনেক দূর এগিয়ে গেছে।’
সাদুল্লাপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. স্থাপিত হয় ২০১০ খ্রিষ্টাব্দে। এই সমিতির সদস্য সংখ্যা ৪৭১ জন। সমিতিটি ঋণ বিতরণ করে আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সামাজিক কাজ যেমন শিক্ষার্থীদের উপবৃত্তি, বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ প্রভৃতি সেবা দিয়ে থাকে।
এসসি/আরপি/১৬/০৭/২০১৯
আরো পড়ুন:
শেরপুরে খ্রিষ্টান কিশোরীর ধর্ষণের মামলা তুলে নিতে জীবননাশের হুমকি