শিরোনাম :
দেশে ২০ জেলা বন্যা আক্রান্ত, ত্রাণ দেওয়ার প্রস্তুতি কারিতাসের
ডেস্ক নিউজ:
দেশে ২০ জেলায় বন্যা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেছেন, প্রতিবেশী দেশ ভারত, চীন ও নেপালে আরো বৃষ্টিপাত হলে এবং ব্রহ্মপুত্র ও যমুনার পানি বৃদ্ধি পেলে দেশে বন্যা পরিস্থিতি আরো অবনতি হতে পারে। আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলনকক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের প্রথম কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরো পড়ুন: ডাউনলোড করুন ঢাকা ক্রেডিট অ্যাপ, সুবিধা নিন
ভারি বর্ষণ ও উজানের ঢল অব্যাহত থাকায় বাংলাদেশের প্রধান নদ-নদী অববাহিকায় পানি বেড়েই চলেছে। দুর্গত মানুষের সংখ্যা অন্তত ১৫ লাখ বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে। প্রতিটি কমিটিকে দুর্যোগ মোকাবিলায় কাজ করার জন্য নির্দেশ দিয়েছি।’
প্রতিমন্ত্রী জানান, বন্যাকবলিত জেলাগুলোতে এ পর্যন্ত ৭০০ টন চাল, ৪ হাজার প্যাকেট শুকনো খাবার পাঠানো হয়েছে।
বন্যায় ক্ষতি হয়েছে ফসল, পুকুরের মাছ, বাড়ি-ঘর ও রাস্তা-ঘাট। বন্যায় আক্রান্তরা অভিযোগ করছেন, এখনো পর্যন্ত তাদের হাতে কোনো ত্রাণ পৌঁছেনি।
বন্যা দুর্গতদের পাশে এগিয়ে যাচ্ছে কাথলিক বিশপদের সামাজিক সংস্থা কারিতাস বাংলাদেশ।
কারিতাস বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক পিন্টু উইলিয়াম গমেজ ডিসি নিউজকে বলেন, ‘আমরা বন্যায় দুর্গতদের ত্রাণ দেওয়ার জন্য দাতাদের সাথে যোগাযোগ করছি, প্রস্তুতি নিচ্ছি।’
ছবি: সংগৃহীত
আরো পড়ুন:
ফাদার পরিমল ফ্রান্সিস পেরেরা সিএসসি আর নেই
শেরপুরে খ্রিষ্টান কিশোরীর ধর্ষণের মামলা তুলে নিতে জীবননাশের হুমকি