ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ  উচ্চ মাধ্যমিকে খ্রিষ্টান মিশনারী কলেজগুলোর ভাল ফলাফল

 উচ্চ মাধ্যমিকে খ্রিষ্টান মিশনারী কলেজগুলোর ভাল ফলাফল

0
6273
উচ্চ মাধ্যমিকে খ্রিষ্টান মিশনারী স্কুলগুলোর ভাল ফলাফল

নিজস্ব সংবাদদাতা:

এবার উচ্চ মাধ্যমিকে খ্রিষ্টান মিশনারী কলেজগুলোর ফলাফল ভাল হয়েছে। সন্তুষ্ট প্রকাশ করেছেন প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষগণ।

আজ উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সার্বিকভাবে পাস করেছে ৭৩ দশমিক ৯৩ শতাংশ শিক্ষার্থী।

আরো পড়ুন:  ঢাকা ক্রেডিটে ছাত্রদের চাকুরির সুযোগ  

শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন মোট ৪৭ হাজার ২৮৬ জন শিক্ষার্থী। গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন।

গত বছরের তুলনায় এবার উচ্চ মাধ্যমিকে পাসের হার বেড়েছে ৭ দশমিক ২৯ শতাংশ পয়েন্ট। আর পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৮ হাজার ২৪ জন।

আজ শিক্ষামন্ত্রী দীপু মনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমি মনে করি আমাদের শিক্ষার দিকে মনোযোগ দিলে ধীরে ধীরে আরো ভালো রেজাল্ট করতে পারবে। সেটা আমার বিশ্বাস। কারণ, আমি মনে করি ছেলেমেয়েরা ফেল করবে কেন? আমরা কতগুলো উদ্যোগও নিয়েছি যাতে আমাদের ছেলেমেয়েরা পড়ালেখায় মনোযোগী হয়।” তিনি যারা এবার পাস করেছেন তাদের অভিনন্দন জানান। আর যারা পাস করতে পারেনি, তাদের উদ্দেশে তিনি বলেন, “মন খারাপ করার কিছু নেই, আবার পরীক্ষা দেবে।”

মিশনারী কেলেজগুলোর ফলাফল

গতবারের তুলনায় মিশনারী স্কুলগুলোও ভাল ফলাফল করেছে। ঢাকার স্বনামধন্য হলি ক্রস স্কুলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, জিপিএ ৫ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেছেন অনেক শিক্ষার্থী। সহপাঠীদের জড়িয়ে ধরছেন, আশির্বাদ নিচ্ছেন কলেজের শিক্ষকদের নিকট। এই কলেজের মোট পরীক্ষার্থী ছিল ১২৭০ জন। জিপিএ ৫ পেয়েছেন ৭৬৪ জন। পাসের হার ৯৯.৮৪ ভাগ। জিপিএ ৫ পাওয়া একজন  ফারজানা হক ডিসি নিউজকে বলেন, ‘আমি জিপিএ ৫ পেয়ে খুব আনন্দিত। ভাল রেজাল্ট করতে পেরেছি কারণ শিক্ষকদের আন্তরিক যত্ন, অভিভাবক এবং আমার প্রচেষ্টার কারণে। এই কলেজের প্রতি আমি কৃতজ্ঞ।’

আরো পড়ুন: ডাউনলোড করুন ঢাকা ক্রেডিট অ্যাপ, সুবিধা নিন

হলি ক্রস কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গমেজ সিএসসি ডিসি নিউজকে তাদের কলেজের মতো অন্যান্য কলেজ কীভাবে ভাল রেজাল্ট করতে পারে এই বিষয়ে বলেন,  ‘পরীক্ষায় ভাল রেজাল্ট করতে হলে অবশ্যই শিক্ষার্থীদের লেখাপড়া করতে হবে। ব্যক্তিগত জীবনে শৃঙ্খলা খুব গুরুত্বপূর্ণ। পড়াশোনার শুরু থেকেই এটা দরকার। সময়ের স্বদব্যবহার করতে হবে। পাঠ্যপুস্তক ঠিক মতো পড়তে হবে, ক্লাসে উপস্থিত থাকতে হবে।’

নিচে খ্রিষ্টান মিশনারী কলেজগুলো ফলাফল দেওয়া হলো:

নটর ডেম কলেজ, ঢাকা

পরীক্ষার্থী: ৩১৬১

পাসের হার: ৯৯.৬৫%

জিপিএ-৫: ২২৪৫

সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজ, ধরেন্ডা, সাভার

পরীক্ষার্থী: ১২৭

মোট পাস: ১১৭

পাসের হার: ৯২.১৩

সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারী স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর

পরীক্ষার্থী: ৬৬৪

পাসের হার: ৯৮.১৯

জিপিএ-৫: ১৮২

 সেন্ট ফ্রান্সিস জেভিয়ার গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীবাজার

পরীক্ষার্থী: ৫৪

পাসের হার: ১০০%

সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীবাজার

পরীক্ষার্থী: ২১৬

মোট পাস: ২১৪

পাসের হার: ৯৯.০৭%

জিপিএ-৫: ১১

সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজ, বনপাড়া, নাটোর

পরীক্ষার্থী: ২৭২

পাস: ২৫৫

পাসের হার: ৯৩.৭৫

জিপিএ ৫: ১৩

সেন্ট প্লাসিডস হাই স্কুল এন্ড কলেজ, পাথরঘাটা, চট্টগ্রাম

পরীক্ষার্থী: ৮৪

পাস: ৬০

পাসের হার: ৯৩.৭৫

জিপিএ ৫: ১

সেন্ট মেরীস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, কালীগঞ্জ

পরীক্ষার্থী: ২২৯

পাসের হার: ৯৭.৩৮%

জিপিএ-৫: ৩

নটর ডেম কলেজ, ময়মনসিংহ

পরীক্ষার্থী: ১১৪১

পাসের হার: ৯৫.৭৯%

সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজ, দিনাজপুর

পরীক্ষার্থী: ১৩৮

মোট পাস: ১২৩

পাসের হার ৮৯.১

ওয়াইডাব্লিউসিএ গার্লস্ স্কুল এন্ড কলেজ, ঢাকা

পরীক্ষার্থী: ৯৬

পাসের হার: ৭৩.৪০

মার্টিন লুথার কলেজ, বারিধারা, ঢাকা

পরীক্ষার্থী: ১৫৫

মোট পাস: ১২৬

পাসের হার: ৭৬.৯৮

আরো পড়ুন:

ফাদার পরিমল ফ্রান্সিস পেরেরা সিএসসি আর নেই 

স্বপ্ন যাবে বাড়ি আমার!

টিনের ঘর থেকে অট্টালিকা 

শেরপুরে খ্রিষ্টান কিশোরীর ধর্ষণের মামলা তুলে নিতে জীবননাশের হুমকি