ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক অন্ধ্রপ্রদেশে নতুন বিশপ নিয়োগ পোপ ফ্রান্সিসের

অন্ধ্রপ্রদেশে নতুন বিশপ নিয়োগ পোপ ফ্রান্সিসের

0
490
অন্ধ্রপ্রদেশে নতুন বিশপ নিয়োগ পোপ ফ্রান্সিসের

ডেস্ক:

ভারতের অন্ধ্রপ্রদেশের শিরকাকুলাম ধর্মপ্রদেশের জন্য নতুন বিশপ নিয়োগ দিয়েছেন পুণ্য পিতা পোপ ফ্রান্সিস। তাঁর নাম ফাদার ভিজয়া কুমার রয়ারাল। তিনি পিমে মিশনারী সংঘের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব প্রাপ্ত। পোপ মহোদয় ১৬ জুলাই তাঁকে বিশপ হিসেবে নিযুক্তির ঘোষণা দেন।
নবনির্বাচিত বিশপের জন্ম অন্ধ্রপ্রদেশের খামামে ১৫ অক্টোবর ১৯৬৯ খ্রিষ্টাব্দে। তিনি ২৯ আগস্ট ১৯৯৮ খ্রিষ্টাব্দে খামামে যাজক হিসেবে অভিষিক্ত হন। তিনি ২০০৩ খ্রিষ্টাব্দে ইটালি থেকে বাইবেলের উপর ডক্টরেট করেন।
তিনি ইলুরোতে ধর্মীয় আাহ্বান পরিচালক হিসেবে কাজ শুরু করেন এবং যাজক হিসেবে সেবা দিয়েছেন উডলুক, এলুটো, পাপুয়া নিউগিনি।
শিরকাকুলাম ধর্মপ্রদেশের আয়তন ৮,৭৩৪ বর্গকিলোমিটার।