ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বিদেশে মেধাবী ছাত্র-ছাত্রীরা চলে গেলে সমাজ একসময় মেধাশূন্যতায় ভুগবে: পংকজ গিলবার্ট কস্তা

বিদেশে মেধাবী ছাত্র-ছাত্রীরা চলে গেলে সমাজ একসময় মেধাশূন্যতায় ভুগবে: পংকজ গিলবার্ট কস্তা

0
713
বিদেশে মেধাবী ছাত্র-ছাত্রীরা চলে গেলে সমাজ, সংগঠন ও ম-লী একসময় মেধা শূন্যতায় ভুগবে: পংকজ গিলবার্ট কস্তা

 

|| হিমেল রোজারিও ||

‘খ্রিষ্ট-ভক্তজনগণ বিষয়ক ৮ম জাতীয় প্রশিক্ষণে ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা স্থানীয় ম-লীতে ভক্তজনগণের অংশগ্রহণের বিষয়ে আলোচনা করতে গিয়ে মন্তব্য করেন, ‘বিদেশে মেধাবী ছাত্র-ছাত্রীরা চলে গেলে সমাজ, সংগঠন ও ম-লী একসময় মেধা শূন্য হয়ে পড়েবে’।

আরো পড়ুন:  উচ্চ মাধ্যমিকে খ্রিষ্টান মিশনারী কলেজগুলোর ভাল ফলাফল

মোহাম্মদপুরে সিবিসিবি সেন্টারে ১৬ জুলাই ৮ম খ্রিষ্ট-ভক্তজনগণ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়। বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনির খ্রিষ্ট ভক্তজনগণ বিষয়ক কমিশন এই প্রশিক্ষণ আয়োজন করেছে। ভক্তজনগণ-বিষয়ক প্রশিক্ষণে আটটি ধর্মপ্রদেশ হতে নির্ধারিত ৫৬জন নারী-পুরুষ, যুবক-যুবতী বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
আজ ১৯ জুলাই বিকাল ৩টায় ‘স্থানীয় মন্ডলীতে ভক্তজনগণের অংশগ্রহণ’ বিষয়ে আলোচনা করতে গিলে ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা বাংলাদেশের সবচেয়ে বড় সমবায় সমিতি ঢাকা ক্রেডিটের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বলেন, ‘আমাদের সমিতি ম-লীর আর্থিক ও সামাজিক উন্নয়নে জনগণকে প্রত্যক্ষভাবে সাহায্যে করে যাচ্ছে।’
তিনি আরো বলেন, ঢাকা ক্রেডিট বিগত দুই বছরে ২৪৬ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে জন্য উচ্চশিক্ষা ঋণ প্রদান করেছে, যারা এখন বিদেশে পড়াশোনা করছেন। এই মেধাবীরা বাংলাদেশে আর ফিরে না আসলে সমাজ, সংগঠন ও ম-লী মেধাশূন্যতায় ভুগবে।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের রাজপথে আন্দোলন, ন্যায্য বিচারের দাবি এবং এসোসিয়েশনের সংক্ষিপ্ত ইতিহাস ও অর্জন খ্রিষ্টভক্তদের সামনে তুলে ধরেন।

আরো পড়ুন: অন্ধ্রপ্রদেশে নতুন বিশপ নিয়োগ পোপ ফ্রান্সিসের

কোর দি জুটের পরিচালক বার্থা গীতি বাড়ৈ খ্রিষ্টভক্তদের সমালোচনা না করে মানুষকে শুধু আর্থিক নয়, ভালো পরামর্শ ও সান্ত¡না দিয়ে সাহায্যে করার অনুরোধ করেন।
‘বাংলাদেশ কাথলিক স্টুডেন্ট মুভমেন্ট (বিসিএসএম) বাংলাদেশের আটটি ধর্মপ্রদেশে ২৫টি ই্উনিট, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, যুব সমাজের হতাশার জন্য কাউন্সিলিং, নেতৃত্ব-বিষয়ক কর্মশালা এবং যুব কমিশনের সাথে যৌথ উদ্যোগে লেখক কর্মশালা আয়োজন করে থাকে,’ বলেন বিসিএসএম’র সভাপতি প্যাট্রিক পিউরীফিকেশন।
প্রশিক্ষণের পাঁচদিনে প্রশিক্ষণ দেওয়া হয়- বাংলাদেশ স্থানীয় ম-লীর পালকীয় নির্দেশনা, খ্রিষ্ট ম-লীর ধর্মশিক্ষার সংক্ষিপ্ত পরিচয়, বাইবেলের আলোকে ‘খ্রিষ্ট মন্ডলী’, খ্রিষ্টান আন্দোলন ও সংগঠন: প্রকৃতি, ভূমিকা ও নীতিসমূহ, খ্রিষ্ট ম-লী সম্পর্কে ঐশ তাত্ত্বিক পর্যালোচনা, খ্রিষ্ট ম-লীতে ভক্ত-জনগণের আধ্যাত্মিকতা ও গঠন, খ্রিষ্ট ম-লীতে, ও জগতে ভক্তজনগণের আহ্বান ও মিশন, ক্ষুদ্র খ্রিষ্টীয় সমাজ, গৃহ ম-লী পরিবার: আহ্বান, মিশন ও আধ্যাত্মিকতা, খ্রিষ্ট ম-লীতে জনগণের প্রৈরিতিক কাজ, খ্রিষ্টীয় নেতৃত্ব পরিচালনা, খ্রিষ্টান নেতৃবৃন্দের প্যানেল: স্থানীয় ম-লীতে ভক্তজনগণের অংশগ্রহণ (পালকীয়, আর্থ-সামাজিক, রাজনৈতিক, খ্রিষ্টীয় ঐক্য, যুব সমাজ), খ্রিষ্ট-ভক্ত জনগণ দ্বারা পরিচালিত সংগঠন: খ্রিষ্টীয় নেতৃত্ব ও সাক্ষ্য দান বিষয়ে।
২০ জুলাই দুপুর ১টায় প্রশিক্ষণের সনদপত্র বিতরণের মধ্য দিয়ে প্রশিক্ষণের সমাপ্তি ঘটবে।

আরো পড়ুন:

ডাউনলোড করুন ঢাকা ক্রেডিট অ্যাপ, সুবিধা নিন

টিনের ঘর থেকে অট্টালিকা 

শেরপুরে খ্রিষ্টান কিশোরীর ধর্ষণের মামলা তুলে নিতে জীবননাশের হুমকি