শিরোনাম :
আইটি পেশাজীবীদের নিয়ে ঢাকা ক্রেডিটের মতবিনিময়
নিজস্ব সংবাদদাতাঃ
আজ আইটি পেশাজীবীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ঢাকা ক্রেডিটের হল রুমে। ঢাকা ক্রেডিট আয়োজিত এই সভায় ১২ জন প্রযুক্তি পেশাজীবী অংশ নেন যারা অধিকাংশই ঢাকা ক্রেডিটের সদস্য। মতবিনিময় সভায় ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, ‘সময়ের প্রয়োজনে কমিউনিটিকে উন্নত করার লক্ষ্যে ঋণ দানের বাইরেও ঢাকা ক্রেডিট অনেক প্রোডাক্ট ও প্রকল্পের কাজ হাতে নিয়েছে। আমাদের রয়েছে জিম, স্কুল, সমবায় বাজার, অনলাইন নিউজসহ সম্প্রতি যোগ হয়েছে হাসপাতাল। আমরা এগুলো করছি কমিউনিটিকে সেবা দেওয়ার জন্য। আমরা প্রযুক্তি পেশাজীবীদের ডেকেছি, কারণ আমরা চাই এই সেক্টরে যারা আছেন তাঁদের মধ্যে যোগাযোগ স্থাপন, নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং আমাদের প্রতিষ্ঠানে কোনো সেবা দিতে পারেন কিনা সেটা নিয়ে আলোচানা কারার জন্য আমাদের এই সভা।’
তিনি উল্লেখ করেন, ‘আইটি সেক্টরে আমাদের সম্প্রদায়ের লোকজন কম। তাই এই ক্ষেত্রে আমাদের বড় বড় চ্যালেঞ্জ রয়েছে।’ তিনি জানান, ঢাকা ক্রেডিটে খ্রিষ্টান আইটি পেশাজীবীদের সেবা দেওয়ার সুযোগ রয়েছে।
তিনি আরো উল্লেখ করেন, ‘যখন হাসপাতাল শুরু হবে তখন আমাদের আইটি পেশাজীবী প্রয়োজন হবে।’
ভবিষ্যতে প্রতি বছর দুইজন শিক্ষার্থীকে আইটির উপর ঢাকা ক্রেডিটের বৃত্তি প্রদান করা হবে বলে জানান বাবু মাকুর্জ গমেজ।
আইটি পেশাজীবী সমীরণ বাড়ৈ ডিসি নিউজকে বলেন, ‘আজকের এই মতবিনিময় সভায় এসে আমার খুব ভালো লাগছে। আমি খ্রিষ্টান কমিউনিটির অন্যান্য আইটি পেশাজীবীর সাথে পরিচিতি হয়েছি, এতে আমাদের মধেত নেটওয়ার্ক বৃদ্ধি পাবে।’
র্যায়ান্সে কর্মরত সফটওয্যার ইঞ্জিনিয়ার সমীরণ উল্লেখ করেন, ভবিষ্যতে তিনি ঢাকা ক্রেডিটে প্রযুক্তির উন্নয়নে সহযোগিতা করবেন।
আরেকজন অংশগ্রহণকারী ড্যাফোডিল ইউনিভার্সিটিতে বিএসসি’তে অধ্যয়নরত ক্লারা চন্দ্রা গমেজ ডিসি নিউজকে বলেন, ‘ঢাকা ক্রেডিট আইটি’র ছাত্র-ছাত্রীদের যদি কোনো ইন্টার্নশীপের ব্যবস্থা করে, তাহলে ভবিষ্যতে দক্ষ আইটি স্পেশালিষ্ট পাবে। নতুবা অন্যান্য কোস্পানিতে যারা ইন্টার্নীতে ভালো করে তাদেরকে কোম্পানি চাকরি প্রদান করে, আর সেখানেই থেকে যায় ছাত্র-ছাত্রীরা।’
তিনি আরো জানান, ঢাকা ক্রেডিট যে সকল প্রকল্প হাতে নিয়েছে, সেগুলো যদি সফলতা লাভ করে, তাহলে আইটি সেক্টরে অনেক খ্রিষ্টান ছেলে-মেয়ের কর্মসংস্থান হবে।
ক্লারা ভবিষ্যতে এন্ড্রয়েট অ্যাপ’র উপর কাজ করার ইচ্ছা পোষণ করছেন।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা। তিনি প্রযুক্তি পেশাজীবীদের উদ্দেশে বলেন, ‘আপনারা যোগাযোগ রাখবেন, যেন ভবিষ্যতে আপনারা আমাদের প্রতিষ্ঠানে সেবা দেওয়ার সুযোগ থাকলে সেই সেবা দিতে পারেন।’
মতবিনিময় সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন শীরেন সিলভেষ্টার। তিনি বলেন, ‘আগামীতে আমরা আরো মতবিনিময় সভা করবো যেন আমাদের প্রতিষ্ঠানের প্রযুক্তির আরো উন্নয়ন ঘটাতে পারি।’ তিনি যারা এখনো ঢাকা ক্রেডিটে সদস্য পদ গ্রহণ করেননি, তাদের সদস্য হওয়ার আহ্বান জানান।
আরো বক্তব্য রাখেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন সেক্রেটারি হেমন্ত আই কোড়াইয়া।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের এসিইও লিটন টমাস রোজারিও, ক্রেডিট কমিটির চেয়ারম্যান সলোমন আই রোজারিও, সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান জন গমেজ, সেক্রেটারি মানিক লরেন্স রোজারিও প্রমুখ।
এসসি/আরপি/২০/০৭/২০১৯
আরো পড়ুন:
ফেইথ বাইবেল চার্চের প্রতিষ্ঠাতা বিশপ সালমন স্বপন বোস মারা গেছেন
বিদেশে মেধাবী ছাত্র-ছাত্রীরা চলে গেলে সমাজ একসময় মেধাশূন্যতায় ভুগবে: পংকজ গিলবার্ট কস্তা
উচ্চ মাধ্যমিকে খ্রিষ্টান মিশনারী কলেজগুলোর ভাল ফলাফল