ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ট্রাম্পের নিকট বানোয়াট অভিযোগ করেছেন প্রিয়া সাহা: সংবাদ সম্মেলনে সংখ্যালঘু নেতৃবৃন্দ

ট্রাম্পের নিকট বানোয়াট অভিযোগ করেছেন প্রিয়া সাহা: সংবাদ সম্মেলনে সংখ্যালঘু নেতৃবৃন্দ

0
1495
ট্রাম্পের নিকট বানোয়াট অভিযোগ করেছেন প্রিয়া সাহা: সংবাদ সম্মেলনে সংখ্যালঘু নেতৃবৃন্দ

|| নিজস্ব সংবাদদাতা ||
বাংলাদেশি নারী প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দেশের হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানদের উপর নির্যাতনের মিথ্যে অভিযোগ করেছেন বলে জানিয়েছেন দেশের সংখ্যালঘু নেতৃবৃন্দ। আজ ঢাকার জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনে হিন্দু-বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের উদ্যোগে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সম্প্রতি ধর্মীয় নিপীড়নের শিকার ২৭ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে মার্কন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার সুযোগ পান বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহাও। এ সময় তিনি ডোনাল্ড ট্রাম্পকে বলেন, ‘আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশে ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান নিখোঁজ রয়েছেন। দয়া করে আমাদের লোকজনকে সহায়তা করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া প্রিয়া সাহার বক্তব্য শুনে ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করতে দেখা যায়, কারা গুম করেছে? উত্তরে প্রিয়া সাহা বলেন, দেশের মৌলবাদী মুসলিমরা।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান সুব্রত পাল, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া ও খ্রীস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সচিব নির্মল রোজারিও স্বাক্ষরিত একটি বক্তব্য পাঠ করা হয়। বক্তব্য পাঠ করেন সুব্রত পাল।
লিখিত বক্তব্যে বলা হয়,‘ট্রাম্পের কাছে করা প্রিয়া সাহার এই অভিযোগ বাস্তবসম্মত নয়। ৩৭ মিলিয়ন (৩ কোটি ৭০ লাখ)  হিন্দু-বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের মানুষ উধাও হয়েছে এ তথ্য বানোয়াট, অসত্য ও উদ্দেশ্যেপ্রনোদিত। দেশের অভ্যন্তরিন বিষয়ে অন্য দেশের নিকট বিচার চাওয়া গ্রহণযোগ্য হতে পারে না। আমরা সম্মিলিতভাবে প্রিয়া সাহার বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।’

আরো পড়ুন: ঘরে বসে অনলাইনে আয় করছেন খ্রীষ্টিনা

তাঁরা আরো উল্লেখ করেন, ‘জননেত্রী শেখ হাসিনার সরকার সকল ধর্মের সকল মানুষের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। এ সরকার কর্মসূচি ও প্রকল্পের মাধ্যমে প্রায় দুই হাজার মন্দিরের উন্নয়নে ২৫১ কোটি টাকা প্রদান, হিন্দু সম্প্রদায়ের জন্য জাতীয় ও আন্তর্জাতিক তীর্থ ভ্রমণের আয়োজন এবং হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের স্থায়ী আমানত ১০০ কোটি টাকায় উন্নিত করেছেন। বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের স্থায়ী আমানতও বৃদ্ধি পক্রিয়াধীন রয়েছে।’
লিখিত বক্তব্যে আরো বলা হয়, ‘প্রিয়া সাহার বক্তব্য দেশের শুভবোধসম্পন্ন সব মানুষের আবেগ ও অনুভূতিতে আঘাত করেছে। দেশের সকল মানুষ তার এই অপকর্মের ধিক্কার ও নিন্দা করছে। প্রিয়া সাহার বক্তব্যের প্রেক্ষিতে সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্ররোচনাকারী গোষ্ঠী ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি অনুরোধ করছি।’
প্রিয়ার বক্তব্যকে ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ। তার প্রিয়া সাহার বিচার দাবি করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্মল রোজারিও বলেন, প্রিয়া সাহার এই ধরনের বক্তব্য অতীতে সংখ্যালঘু কোন নেতৃবৃন্দ কখনো বলেননি । তিনি বলেন, ‘আমরা এই প্রথম শুনলাম দেশে ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান নিখোঁজ রয়েছেন।’
মিথ্যে ও বানোয়াট অভিযোগ করায় প্রিয়া সাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। গত শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘তিনি (প্রিয়া সাহা) যা বলেছেন তা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি যা বলেছেন, এ বিষয়ে তথ্য প্রমাণ যদি না পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এসসি/আরপি/২২/০৭/২০১৯

আরো পড়ুন:

বিদেশে মেধাবী ছাত্র-ছাত্রীরা চলে গেলে সমাজ একসময় মেধাশূন্যতায় ভুগবে: পংকজ গিলবার্ট কস্তা

উচ্চ মাধ্যমিকে খ্রিষ্টান মিশনারী কলেজগুলোর ভাল ফলাফল