ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সেন্ট মেরীসের কালিগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি

সেন্ট মেরীসের কালিগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি

0
691
সেন্ট মেরীসের কালিগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি

ডিসি নিউজ:
গাজীপুরের কালিগঞ্জের সেন্ট মেরীস গার্লস হাই স্কুল এন্ড কলেজ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে। গতকাল প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সিস্টার মেরি খ্রিষ্টীনা রোজারিও এসএমআরএ কালিগঞ্জ উপজেলা নির্বাহী শিবলী সাদেকের নিকট থেকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় ক্রেস্ট গ্রহণ করেন।
শিবলী সাদেক বলেন, উপজেলার মধ্যে সেন্ট মেরীস গার্লস হাই স্কুল এন্ড কলেজের কার্যক্রম খুবই ভাল, শিক্ষার্থীদের উপস্থিতি, পরীক্ষায় ভাল ফলাফল, শিক্ষার্থীদের সংখ্যা এবং উপজেলায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ প্রশংসার দাবিদার।
তিনি আরো বলেন, ‘আপনাদের সেবার ধারা অব্যাহত থাকুক এই কামনা করি।’
সেন্ট মেরীস গার্লস হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিস্টার মেরি খ্রিষ্টীনা রোজারিও এসএমআরএ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পাওয়ার অনুভূতি প্রকাশ করে ডিসি নিউজকে বলেন, ‘স্বীকৃতি পেয়ে ভাল লাগছে। আমারা আমাদের সেবার মান অব্যাহত রাখবো।’
সিস্টার মেরি খ্রিষ্টীনা জানান, গত বছরও তাঁদের স্কুল উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছিল।
এমএসআরএ সিস্টারদের দ্বারা পরিচালিত স্কুলটি স্থাপিত হয় ১৯৪১ খ্রিষ্টাব্দে। বর্তমানে স্কুল শাখায় ১০৪১ জন শিক্ষার্থী এবং কলেজ শাখায় ৫৭৪ জন শিক্ষার্থী রয়েছে।

সিস্টার মেরি খ্রিষ্টীনা রোজারিও এসএমআরএ

এমএসআরএ সিস্টারগণ দেশের ৩০টির অধিক স্কুলে শিক্ষা সেবা দিয়ে যাচ্ছেন। এই সম্প্রদায়ে সিস্টার রয়েছেন ২২৩ জন। সিস্টারগণ তাঁদের সেবা দিয়ে আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছেন।
এসসি/আরপি/২৩/০৭/২০১৮

আরো পড়ুন:

প্রিয়া সাহাকে প্রত্যাহার করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

ট্রাম্পের নিকট বানোয়াট অভিযোগ করেছেন প্রিয়া সাহা: সংবাদ সম্মেলনে সংখ্যালঘু নেতৃবৃন্দ

টিনের ঘর থেকে অট্টালিকা