ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ৪৫তম বিজয় দিবস পালনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

৪৫তম বিজয় দিবস পালনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

0
1433
ছবি : পিয়াস বিশ্বাস

সেজেছে জাতীয় স্মৃতিসৌধ। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শহীদদের বীরত্বের গাঁথা নিয়ে বলে দিচ্ছে, শহীদদের মহান আত্মত্যাগের কথা।

প্রস্তুত লাল সবুজের গালিচার মধ্যে দাঁড়িয়ে থাকা সাত স্তম্ভের স্মৃতিসৌধ। মাত্র কয়েক ঘণ্টা অপেক্ষায় লাখো মানুষের শ্রদ্ধায় সিক্ত হবে সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদী।

তাই প্রস্তুতির কোনো ঘাটতি রাখেনি সাভার গণপূর্ত বিভাগ। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

সবুজে ঘেরা ১০৮ হেক্টর জমির ওপর নির্মিত স্মৃতিসৌধ এলাকাটি কয়েকশ’ কর্মীর নিরলস পরিশ্রমে পেয়েছে এক নতুন রূপ। স্মৃতিসৌধ চত্বরের চারপাশে টবে টবে শোভা পাচ্ছে রঙিন ফুল। ছোট্ট গাছের সারিতে তৈরি করা হয়েছে লাল সবুজের পতাকা। রঙের তুলিতে স্থাপনাগুলো সেজেছে নতুন রূপে।

এখন শুধু অপেক্ষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানানোর।

১৬ ডিসেম্বরের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধ বেদীতে বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপ্রতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৬ই ডিসেম্বর সকাল ৬টা ২৭ মিনিটে রাষ্ট্রপতি ও ৬টা ২৯ মিনিটে প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করবেন। এরপর ৬টা ৩৪ মিনিটে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপ্রতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ২৪ ফ্লিড রিজিমেন্টের মেজর ওয়ালিদের নেতৃত্বে তিন বাহিনীর একটি দল গার্ড অব অনার প্রদান করবেন। সেজন্য সব ধরনের প্রস্তুতি ও মহড়া সম্পন্ন করছে তিন বাহিনী।

অপরূপ সাজে সেজেছে জাতীয় স্মৃতিসৌধ এলাকা রাষ্ট্রপ্রতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ের পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এতে লাখ মানুষের সমাগম ঘটবে স্মৃতিসৌধ এলাকায়। তাই নিরাপত্তার কথা মাথায় রেখে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা।

এসএসএফ ছাড়াও নেওয়া হয়েছে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বাড়তি নিরাপত্তার জন্য মাঠে থাকবে গোয়েন্দা পুলিশ, থানা পুলিশ, সাদা পোষাকে পুলিশ, র‌্যাব, এসএসএফ এর সদস্যরা।

আরবি/আরপি/১৫ ডিসেম্বর, ২০১৬