শিরোনাম :
ডিসি নিউজ:
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন মুক্তিযোদ্ধা ডা: উইলিয়াম ম্রং। শুক্রবার সন্ধ্যায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই নিয়ে ডেঙ্গুর কবলে প্রাণ হরিয়েছেন দুইজন চিকিৎসক। তানিয়া সুলতানা নামে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।
ডা: উইলিয়াম ম্রং ময়মনসিংহ কাথলিক ধর্মপ্রদেশের বিরইডাকুনী ধর্মপল্লীর সন্তান। তার গ্রামের বাড়ি হালুয়াঘাট উপজেলার চরবাঙ্গালিয়ায়। আজ অন্ত্যেষ্টিক্রিয়া শেষে তাকে নিজ ধর্মপল্লীতে দাফন করা হয়েছে।
বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের (বাগাছাস) প্রতিষ্ঠাকালীন সভাপতি ডা: উইলিয়াম ম্রং ময়মনসিংহ মেডিকেল কলেজের ৯ম ব্যাচের সাবেক ছাত্র। তিনি মহান মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরের অধীনে ঢালু সাবসেক্টরের কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং মুক্তিযুদ্ধে বিভিন্ন ঝুঁকিপূর্ণ অভিযানে অংশ নেন।
তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে মেডিকেল অফিসার হিসেবে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালেই যোগদান করেন।
দীর্ঘদিন এই হাসপাতালে সেবা দান করার পর তিনি অবসরে যান।
ডেঙ্গুতে মৃত্যুা সংখ্যা ৩০
ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালগুলোতে। সারা দেশে রোগীর সংখ্যা ৯ হাজারেরও বেশি এবং এই রোগে বেসরকারি হিসাব মতে ইতিমধ্যে ৩০ জন মারা গেছেন, রিপোর্ট কালের কন্ঠ।
ডেঙ্গু থেকে রক্ষা পাওয়ার উপায়
চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু থেকে রক্ষা পেতে দিনে-রাতে মশারি টাঙ্গিয়ে ঘুমাতে হবে। মশা যেন কামড় দিতে না পারে, তার জন্য ফুলহাতা শার্ট ও ফুলপ্যান্ট পরতে হবে বা মশানাশক ত্রিম হাতেপায়ে লাগাতে হবে। সবচেয়ে বড় বিষয়, মশার জন্মস্থান টবে পানি জমতে না দেওয়া ও জলাশয় পরিষ্কার রাখা।
আরো পড়ুন:
‘সাংস্কৃতিক চর্চাই পারে মানুষকে সুস্থ-স্বাভাবিক রাখতে’
ছিনতাই করতে ব্যর্থ হয়ে খ্রিষ্টান নারীকে ছেলেধরা গুজবে মারধর