ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ শান্তিনিকেতনে কমল রড্রিক্স ও অণিমা রায়ের গান

শান্তিনিকেতনে কমল রড্রিক্স ও অণিমা রায়ের গান

0
338

ডেস্ক নিউজ:

রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনে শান্তিনিকেতনে কমল রড্রিক্স ও অণিমা রায়ের গানে মুগ্ধ হলো সবাই।

শনিবার বিকেলে শান্তিনিকেতনের বাংলাদেশ ভবন মিলনায়তনে ‘রবীন্দ্র-নজরুলজয়ন্তী’ অনুষ্ঠানের আয়োজন করে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী আর বিশেষ অতিথি বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অজিত কুমার দেবনাথ। এতে সভাপতিত্ব করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ভবনের মুখ্য সমন্বয়ক অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায়। অনুষ্ঠানে অতিথিরা এই দুই বরেণ্য কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের অনন্য অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

এই অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে আসেন রবীন্দ্রসংগীতশিল্পী অণিমা রায় এবং নজরুলসংগীতশিল্পী জোসেফ কমল রড্রিক্স।

এ ছাড়াও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পাঠরত বাংলাদেশের ছাত্রছাত্রীদের সঙ্গে স্থানীয় ছাত্রছাত্রীরাও সংগীত আর নৃত্যে অংশ নেন।

তিন ঘণ্টার এই অনুষ্ঠান মুগ্ধ করে অতিথি এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ উপস্থিত শ্রোতাদের। বাংলাদেশের অণিমা রায় আর জোসেফ কমল রড্রিক্সের গানে সবাই মুগ্ধ হন।

গত বছর মে মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশ ভবন উদ্বোধন করেন। এরপর এবারই প্রথম বিশ্বভারতীর সহযোগিতায় কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘রবীন্দ্র-নজরুলজয়ন্তী’।