শিরোনাম :
সমবায়ে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি
|| ডিসি নিউজ, ঢাকা ||
সমবায়ে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা। ৩০ জুলাই রাজধানীর একটি রেষ্টুরেন্টে এক অনুষ্ঠানে তাকে সম্মাননা দেয় স্বদেশ সাংস্কৃতিক ফাইন্ডেশন।
‘সংস্কৃতি হোক দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার হাতিয়ার’ শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশের ১৫ জন ব্যক্তিকে স্বদেশ সাংস্কৃতিক ফাইন্ডেশন ‘ভাষা সৈনিক জ্ঞানতাপস ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতি পদক-২০১৯’ প্রদান করেছে।
স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের ১১ বছর পূর্তি উপলক্ষে ‘ভাষা সৈনিক জ্ঞানতাপস ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতি পদক-২০১৯’ পংকজ গিলবার্ট কস্তার পক্ষে গ্রহণ করেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারিয়েট ডিপার্টমেন্টের ম্যানেজার স্বপন রোজারিও।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি শিকদার মকবুল হক।
প্রধান অতিথি বাংলাদেশে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, ‘ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন একজন ভাষা সৈনিক। বাংলা সাহিত্যে তাঁর অবদান কোনো অংশে কম নয়।’
‘সুস্থ সংস্কৃতির চর্চা, শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক শিক্ষা প্রদানের মাধ্যমে ও নিজস্ব সততার গুণেই সম্ভব দুর্নীতি, মাদক ও সস্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলা যায়,’ বলেন বিচারপতি মকবুল হক।
পদ্ম সেতুতে মানুষের মাথা লাগা, এবং ছেলে ধরা নামে নিরীহ মানুষকে সন্দেহ করে পিটিয়ে মেরে ফেলার গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স করার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু কোনো মাদক স¤্রাট এখনো গ্রেফতার হয়নি। এভাবে কখনো মাদক দ্রব্যের নিয়ন্ত্রণ হয় না।’
আলোচনা সভার সভাপতি অ্যাডভোকেট লায়ন মোহাম্মদ রবিউল হোসেন রবি উপস্থিত সকলকে আলোচনা সভায় অংশ গ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু বলেন, মানুষ গড়ার কারিগড়র আজ দুর্নীতির কারিগর হয়ে দাঁড়িয়েছে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিমূর্ল করতে না পারলে জাতি নিশ্চিত ধ্বংস হবে।
বিশিষ্টি রাজনীতিবিদ ও সমাজ সেবক লাজলী আক্তার লাবণ্য চৌধুরী বলেন, শুদ্ধ সংস্কৃতির চর্চা এবং ভালো কিছু করার জন্য, ভালো মন-মানসিকতার প্রয়োজন।
অ্যাডভোকেট লায়ন মোহাম্মদ রবিউল হোসেন রবি ডিসিনিউজকে জানান, ২০০৮ সাল থেকে স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন যাত্রা শুরু করে। যারা সমাজের উন্নয়ন এবং নতুন উদ্যোক্তা, যারা উদ্যোক্তা সৃষ্টি করেছে তাদের কাজকে সম্মান প্রদর্শনের জন্য ‘ভাষা সৈনিক জ্ঞানতাপস ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতি পদক-২০১৯’ প্রদান করা হয়েছে।
বাংলাদেশে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা হোক সেই প্রত্যাশা করেন অ্যাডভোকেট লায়ন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব এবং কথা সাহিত্যিক মঈনুদ্দিন কাজল, বিশিষ্ট প্রযুক্তিবিদ লে: কর্ণেল (অব:) ইঞ্জিনিয়ার ড. মোহাম্মদ আনোয়ার হোসনেসহ আরো অনেকে।