শিরোনাম :
শুরু হচ্ছে শীতকালীন ডিজিটাল আইসিটি মেলা
আগামী ২২ ডিসেম্বর থেকে ঢাকার নিউ এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে শুরু হচ্ছে ৬ দিনব্যাপী ডিজিটাল আইসিটি মেলা। কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতি এ ডিজিটাল আইসিটি মেলা-২০১৬ (শীতকালীন) আয়োজন করতে যাচ্ছে।
গত রোববার আনুষ্ঠানিক ভাবে এ মেলার লোগো উন্মোচন করা হয়।
সমিতির সভাপতি তৌফিক এহেসান বলেন, দেশের সর্বস্তরে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং এর সুফল ছড়িয়ে দিয়ে বহুল প্রত্যাশিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যেই নিয়মিত ভাবে এ মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কম্পিউটার সিটি সেন্টারের সাধারণ সম্পাদক সুব্রত সরকার, স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ জহিরুল ইসলাম, গ্লোবাল ব্যান্ডের পরিচালক জসিম উদ্দিন খন্দোকারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসএন/আরবি/১৫ ডিসেম্বর, ২০১৬