ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা

0
277

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। পুরো জাতি বিনম্র শ্রদ্ধায় তাঁর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে।

সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পাশাপাশি বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ও দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: ঢাকা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। আজ সকাল ১০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে নেতৃবৃন্দ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড়ে জাতীয় স্মৃতিসৌধ জনসমূদ্রে পরিণত হয়।

01নেতৃবৃন্দ দূর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল করে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক আগামীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এক যোগে কাজ করে যাওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

১৯৭১ সালের আজকের এই দিনে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয় এদেশের স্বাধীনতা। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দেন। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মৃত্যুভয় উপেক্ষা করে এদেশের আপামর জনতা সেদিন মুক্তিসংগ্রামে ঝাপিয়ে পড়েছিলেন।

03দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রাম, ৩০ লাখ শহীদের রক্ত আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বিশ্ব মানচিত্রে স্থান পায় বাংলাদেশ নামে স্বাধীন, সার্বভৌম্ একটি নবীন রাষ্ট্রের। বিশ্বসভায় উড়ে লাল সবুজে খচিত একটি পতাকার।

এসএন/আরবি/১৬ ডিসেম্বর, ২০১৬