ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized নিউইয়র্কে সামাজিক আইকন বাবু মার্কুজ গমেজের সাথে সম্মিলিত সাক্ষাৎ-সম্ভাষণ অনুষ্ঠান

নিউইয়র্কে সামাজিক আইকন বাবু মার্কুজ গমেজের সাথে সম্মিলিত সাক্ষাৎ-সম্ভাষণ অনুষ্ঠান

0
939

৩ আগস্ট, দুপুর ১টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকী পার্টি সেন্টারে ওয়াই সার্ভিস ক্লাব অব নিউইয়র্ক – জ্যাকসন হাইটস ও ক্যাটরিনা লাভ ফর বাংলাদেশ ইন্ক-এর যৌথ উদ্যোগে এশিয়া এন্ড প্যাসিফিক এলায়েন্স অব ওয়াইএমসিএ ও দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের সৌজন্যে সম্মিলিত সাক্ষাৎ-সম্ভাষণ অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি খ্রিষ্টান সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওয়াই ক্লাব মেম্বার্স ছাড়াও অনেকেই উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু মার্কুজ গমেজ। ফাদার তাপস হালদার, ওয়াই সার্ভিস ক্লাব অব নিউইয়র্ক – জ্যাকসন হাইটস-এর প্রেসিডেন্ট জেভিয়ার পলাশ সরকার, প্রবাসী বেঙ্গলী খ্রীষ্টান এসোসিয়েশনের সাবেক সভাপতি দিলীপ গমেজ, সাইমন গমেজ, ক্যাটরিনা লাভ ফর বাংলাদেশ ইন্ক-এর চেয়ারম্যান ক্যালভিন মন্ডল, ওয়াই সার্ভিস ক্লাব অব নিউইয়র্ক – জ্যাকসন হাইটস-এর সেক্রেটারি সুখেন যোসেফ গমেজ, ট্রেজারার স্টিভ ডি’সিলভা, ইউথ সেক্রেটারি কর্নেলিউস জ্যাসি ডি’রোজারিও প্রমুখ।

এমিলি রত্নর প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়াই সার্ভিস ক্লাব অব নিউইয়র্ক – জ্যাকসন হাইটস-এর সেক্রেটারি সুখেন যোসেফ গমেজ। আগত অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন দিলিপ গমেজ, সাইমন গমেজ, জর্জ মিলন গাইনসহ আরো অনেকে।

বাবু মার্কুজ গমেজ একদিকে যেমন এশিয়া এন্ড প্যাসিফিক এলায়েন্স অব ওয়াইএমসিএ’র প্রেসিডেন্ট আবার অন্যদিকে তিনি সাউথ এশিয়ার সর্ববৃহৎ ক্রেডিট ইউনিয়ন ও দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর প্রেসিডেন্ট। প্রসঙ্গত ১৯৫৫ সালে শ্রদ্ধেয় প্রয়াত ফাদার চার্লস জে ইয়াং সিএসসি এই ক্রেডিট ইউনিয়নটি প্রতিষ্ঠা করেন। ৫০জন মেম্বার নিয়ে এবং ২৫টাকা মূলধন নিয়ে এই সমিতির যাত্রা শুরু। ৬৪ বছরের এই সমিতির বর্তমান সদগস্য সংখ্যা প্রায় ৪০ হাজার এবং মূলধন প্রায় ৭৫০ কোটি টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাবু মার্কুজ গমেজ বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বিশ্বব্যাপী ওয়াইএমসিএ ও ওয়াই ক্লাবের গুরুত্ব এবং ক্লাব সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। সেই সাথে এ ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করায় ওয়াই সার্ভিস ক্লাব অব নিউইয়র্ক – জ্যাকসন হাইটস পরিচালনা পর্ষদ ও সদস্যদের ধন্যবাদ জানান।

এ সময় ক্যাটরিনা লাভ ফর বাংলাদেশ ইন্ক চেয়ারম্যান ক্যালভিন মন্ডল বিভিন্ন সামাজিক কাজে অবদানের জন্য সংস্থার পক্ষ থেকে প্রধান অতিথি বাবু মার্কুজ গমেজকে ক্রেস্ট প্রদান করেন।

উল্লেখ্য, ওয়াই সার্ভিস ক্লাব যুক্তরাষ্ট্রে বিশ্বের ৯টি ভৌগলিক অঞ্চলের মধ্যে একটি। এটি ওয়াইএমসিএ’র সহায়ক ক্লাব হিসেবে বিভিন্ন পরিসেবা প্রদান করে। মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়াইএমসিকে প্রায়ই ওয়াই ক্লাব বলা হয়ে থাকে। সার্ভিস ক্লাবটি ‘ওয়াই মেন এবং তার পক্ষ’ হিসেবে শুরু হয়েছিল। ওয়াই সার্ভিস ক্লাবগুলি ওয়াইএমসিএ এবং এর সাথে জড়িত বিভিন্ন পরিসেবা প্রদান করে।

ক্যাথরিনা লাভ ফর বাংলাদেশ নিউইয়র্কে নিবন্ধিত একটি অলাভজনক সংস্থা। এটি বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে ছোট ছোট আকারে বিভিন্ন সেবামূলক কাজ করে, যার মধ্যে রয়েছে অঞ্চলভিত্তিক শিশু শিক্ষা সহযোগিতা, ফ্রি স্কুল পরিচালনা, প্রাকৃতিক দুর্যোগকালীন সহযোগিতা ইত্যাদি।

(প্রবাস রিপোট)