শিরোনাম :
নারী ও শিশু বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী চুমকী
‘নারী ও শিশুদের বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়’ বলে মন্তব্য করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী।
১৭ ডিসেম্বর, শনিবার সন্ধ্যা ৬টায় তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে ঢাকা ক্রেডিট আয়োজিত মা ও শিশুদের সমন্বয়ে প্রাক্-বড়দিন উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর জাতিরজনক বঙ্গবন্ধু সংবিধানের ২৮ ধারায় এদেশের নারী-পুরুষ, শিশু-কিশোর, সবধর্মের মানুষের সমান অধিকারের কথা বলে গেছেন। যেখানে মানুষে মানুষে, জাতিতে জাতিতে কোন ভেদাভেদ থাকবে না।
তিনি আরো বলেন, এদেশের মানুষ অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ বিশ্বের কাছে আজ এক বিস্ময়, রোল মডেল। ২০২১ সালে মধ্যম এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। নারী ও শিশুরা এখনো অবহেলিত, নির্যাতিত। কাজেই রূপকল্প ২০৪১ বাস্তবায়নে তাদের সমান অধিকার, সম্মান এবং ভালবাসা দিয়ে এদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
পরে তিনি আসন্ন বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানান এবং বড়দিনের কেক কাটেন।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, ঢাকা ক্রেডিট বরাবরের মতো এবারও নারী ও শিশুদের নিয়ে প্রাক্-বড়দিনের আয়োজন করেছে। ঢাকা ক্রেডিটের উন্নয়নে নারী ও শিশুদেরও অবদান রয়েছে। ঢাকা ক্রেডিট সব সময় নারী ও শিশুদের উন্নয়নে কাজ করবে।
বাবু মার্কুজ গমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের সেক্রেটারী ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ভাইস প্রেসিডেন্ট জেমস প্রদীপ বিশ্বাস, ঢাকা ক্রেডিটের কর্মকতাসহ বিসের্ভাসের সদস্য, ঢাকা ক্রেডিটের মহিলা কমিটির সদস্যসহ প্রায় ২ হাজার অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
এসএন/আরবি/১৭ ডিসেম্বর, ২০১৬