শিরোনাম :
অপসংস্কৃতিকে দূর করার জন্য সুষ্ঠ সাংস্কৃতির চর্চা দরকার: আগষ্টিন পিউরীফিকেশন
ডিসি নিউজ:
‘সাংস্কৃতিক চর্চা যদি থাকে প্রাণে, সংস্কৃতির বিকাশ হবে ঘরে ঘরে” এই মূলসুর নিয়ে বিগত ৯ আগস্ট শুরু হয় প্রতিভার বিকাশ-২০১৯।
গতকাল রাঙ্গামাটিয়া চার্চ কমিউনিটি সেন্টারে পুরস্কার বিতরণীর মাধ্যমে সমাপ্ত হলো রাঙ্গামাটিয়া মিশন খ্রিষ্টান যুব সমিতি কর্তৃক ১৩তম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা “প্রতিভার বিকাশ-২০১৯”।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন বলেন, ‘কোন কিছু অর্জেনর জন্য প্রথমেই দরকার নিজেকে সুশিক্ষায় শিক্ষিত করা। আমাদের দেশকে জানতে হলে দেশের সংস্কৃতিকে জানতে হবে। বর্তমানে দেশে অপসংস্কৃতি বিরজমান, এই অপসংস্কৃতিকে দূর করার জন্য সুষ্ঠ সাংস্কৃতির চর্চা দরকার । এই সাংস্কৃতিক প্রতিয়োগিতার মাধ্যমে দেশ থেকে অপসংস্কৃতি দূর করতে সহায়ক ভূমিকা পালন করবে।
আরো পড়ুন: অভিবাসী বিষয়ে জাতীয় পালকীয় কর্মশালা
১৫১ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। তিনদিন চলে প্রতিযোগিতার মূল পর্ব। এতে ছিল গল্পবলা, সাধারণ জ্ঞান, বাইবেল জ্ঞান জিজ্ঞাসা, নির্ধারিত বক্তৃতা, আবৃত্তি, ছড়াগান, দেশাত্ববোধক গান, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক গান, লোকগীতি, উচ্চাঙ্গ সঙ্গীত, যন্ত্র সঙ্গীত, জারীগান, দেয়ালিকা, হাতের লেখা, চিত্রাঙ্কন, একক অভিনয়, দলীয় অভিনয়, সাধারণ নৃত্য, দলীয় নৃত্য ও ফ্যাশন শো।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘এই চারদিন অনুষ্ঠান আয়োজন অনেক কষ্টের ও অর্থপূর্ণ। আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ার পাশাপাশি সৃষ্টিশীল চিন্তা ভাবনা করতে হবে। এই অনুষ্ঠানে ৯৫ শতাংশ মেয়ে। আজ আমাদের মেয়েরা নিজ নিজ আঙ্গিকে এগিয়ে যাচ্ছে। ছেলেদেরও সাংস্কৃতিক দিকে নজর দিতে হবে।’ তিনি যুব সমিতিকে কম্পিউটার বিষয়ে প্রতিযোগিতার আয়োজনের কথা বলেন।
রাঙ্গামাটিয়া মিশন খ্রিষ্টান যুব সমিতির সভাপতি জুয়েল এল. কস্তা বলেন, ‘আমাদের এই আয়োজন তখনই স্বার্থক হবে যখন এই অংশগ্রহনকারিদের মধ্য থেকে কোন একজন জাতীয় পর্যায়ে গায়ক, নৃত্য শিল্পী বা জাতীয় পর্যায়ে সংস্কৃতিতে অবদান রাখবে। আমরা আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, এর জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।
উক্ত অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গেমেজের সৌজন্য রাঙ্গামাটিয়া মিশনের গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদান করা হয়।
এছাও রাঙ্গামাটিয়া মিশনের এসএসসি ও এইচএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের কৃতি সংবর্ধনা প্রদান করা হয়। সকল বিভাগীয় প্রতিযোগিদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয়দের পুস্কার প্রদান করা হয়।
আরো পড়ুন: ড্রাইভিং পেশায় নিয়োজিতদের নিয়ে মতবিনিময় সভা
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটিয়া ধর্ম পল্লির পাল-পুরোহিত ফাদার খোকন ভিনসেন্ট গমেজ, হাউজিং সোসাইটির সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডল, রাঙ্গামাটিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর সেক্রেটারি রনেল গমেজ, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: ঢাকা এর লোন কমিটির সেক্রেটারি সজল যোসেফ গমেজ, মিশন যুব সমিতির উপদেষ্টা মন্ডলী ও প্রাক্তন সভাপতিবৃন্দ।
সর্বশেষে যুব সমিতির সহ-সভাপতি কেনেট গমেজ সকলকে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।
আরো পড়ুন:
নিউইয়র্কে সামাজিক আইকন বাবু মার্কুজ গমেজের সাথে সম্মিলিত সাক্ষাৎ-সম্ভাষণ অনুষ্ঠান
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে তেজগাঁও গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠান