ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক রোহিঙ্গা ইস্যুতে ঢাকায় আসছেন মারসুদি

রোহিঙ্গা ইস্যুতে ঢাকায় আসছেন মারসুদি

0
226

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এলপি মারসুদি মিয়ানমারের রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার জন্যে ঢাকায় আসছেন।

সোমবার (১৮ ডিসেম্বর)মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে অনুষ্ঠেয় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে তার ঢাকায় আসার কথা রয়েছে বলে ইন্দোনেশিয়ার পত্রিকা জাকার্তা পোস্ট জানিয়েছে ।

মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন রেতনো এলপি মারসুদি।

জাকার্তা পোস্ট জানিয়েছে, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের দুর্দশা লাঘবের বিষয়ে আলোচনা করবেন।

রেতনো এলপি এ বিষয়ে গত শুক্রবার জাকার্তায় সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য অং সান সু চির সরকার আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছেন। আগামী সোমবার (১৯ ডিসেম্বর) বৈঠক করবেন তারা। মিয়ানমার সরকার রাখাইন পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবে।

মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর তিনটি নিরাপত্তা চৌকিতে গত ৯ অক্টোবর বিচ্ছিন্নতাবাদীদের হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত ও কয়েকজন আহত হন। এর পরপরই দেশটির সেনাবাহিনী ওই অঞ্চলে অভিযান শুরু করে ।

সেনাবাহিনীর বিরুদ্ধে হত্যা, নির্যাতন, ধর্ষণের অভিযোগ এনেছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন।এমন পরিস্থিতিতে রোহিঙ্গারা জীবনের ঝুঁকি নিয়ে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছেন। মানবিক দৃষ্টিকোন থেকে অনেককেই বাংলাদেশে স্থান দেওয়া হলেও প্রায় ৫ লাখের মতো রোহিঙ্গার সঙ্গে নতুন করে আরও চাপ নেওয়ার সামর্থ্য নেই বলে মনে করছে বাংলাদেশ।

এসএন/আরপি/১৮ ডিসেম্বর, ২০১৬