ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ চড়াখোলা তরুণ ছাত্র সংঘের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক পুরস্কার বিতরণী

চড়াখোলা তরুণ ছাত্র সংঘের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক পুরস্কার বিতরণী

0
810

|| নিজস্ব প্রতিবেদক, ডিসি নিউজ ||
গাজীপুরের কালীগঞ্জ থানার তুমিলিয়া ধর্মপল্লীর চড়াখোলা গ্রামের ‘চড়াখোলা তরুণ ছাত্র সংঘের’ ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী, বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার, এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট বিতরণী অনুষ্ঠিত হয়।
১৬ আগস্ট, সন্ধ্যা সাড়ে ৬টায় চড়াখোলা গ্রামের সাধারণ জনগণ, প্রতিষ্ঠাতা সদস্য, উপদেষ্টা, বর্তমান কার্যকরি পরিষদের সদস্য এবং সংগঠনের সাধারণ সদস্যদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
সংঘের সভাপতি ভিক্টর রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা।
অনুষ্ঠানে প্রধান অতিথি পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘সব সংগঠন দীর্ঘ দিন টিকে থাকে না, কিন্তু এই সংগঠন টিকে রয়েছে এবং আজ ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। সংগঠন করার অর্থ হচ্ছে সমাজের উন্নয়ন করা, সমাজের ইতিহাস-ঐতিহ্যকে তাৎপর্যপূর্ণ করে তোলা ও সংরক্ষণ করা।’
তিনি আরো বলেন, ‘আমরা অনেক সময় উৎসাহ থেকে, কখনোবা দায়বদ্ধতা থেকে সংঘ-সমিতির কাজ করি। চড়াখোলা তরুণ সংঘ দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠা বার্ষিকী ও ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি তাদের আরো কার্যক্রম বাড়াতে হবে। সংঘের একটি লাইব্রেরি রয়েছে, আশা করি অনেকেই বই দিয়ে এই লাইব্রেরি আরো সমৃদ্ধ করবেন। আমাগী বছর সংঘের ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী পালন হবে, আশা করি আপনারা এখন থেকেই প্রস্তুতি শুরু করবেন।’
তিনি বিশ^ায়নের কথা উল্লেখ করে বলেন, ‘আকাশ সংস্কৃতির যুগে দেখা যায় সবাই টিভিতে সিরিয়াল বা সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে স্মার্টফোন নিয়ে বসে থাকে। এতে করে পারিবারিক ও সামাজিক সম্পর্ক শিতিল হচ্ছে যাচ্ছে। ফলে পারস্পরিক বিশ্বাসও কমে যায়। আকাশ সংস্কৃতির ইতিবাচক দিকগুলো সঠিক ব্যবহার করে আমরা জ্ঞানার্জন করে একটি শক্তিশালী সমাজ গড়ে তুলতে পারি।’
‘বর্তমানে লক্ষ্য করা যায়, সমাজে ছেলেদের চেয়ে মেয়েরা শিক্ষায়, সংস্কৃতির চর্চায় অনেক এগিয়ে রয়েছে। যে কারণে বিবাহের মতো সামাজিক পবিত্রবন্ধনে যোগ্য মেয়ের জন্য যোগ্য ছেলেও পাওয়া যাচ্ছে না। আজ পিতা-মাতার কাছে অনুরোধ জানাই, তারা যেন তাদের ছেলেদেরও লেখাপড়া ও সংস্কৃতির চর্চায় জোর দেন’ বলেন প্রধান অতিথি কস্তা।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, ‘আমরা প্রতি বছর সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করি। এই সংঘের প্রতিটা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সমাজের উন্নয়নের লক্ষে এই সংগঠন গড়ে ওঠেছিল এবং স্বল্প পরিসরে হলেও আজো এর কার্যক্রম চলছে। সংগঠনের নিজস্ব ভবন থাকলেও অনেক কিছুর অভাব রয়েছে, আশা করি এর উন্নয়নে আমরা সহযোগিতা পাব।’
এ দিন আরো উপস্থিত ছিলেন চড়াখোলা ক্রেডিটের চেয়ারম্যান প্রশান্ত জে. পালমা (অপু), তুমিলিয়া ক্রেডিটের ভাইস-চেয়ারম্যান প্রদীপ রিবেরু, তরুণ সংঘের প্রতিষ্ঠাতা সদস্য গিলবার্ট পেরেরা, আশীষ কোড়াইয়া, সংঘের উপদেষ্টা বিপ্লব লেনার্ড পালমা, জনি গমেজ, ফিলিপ কোড়াইয়াসহ আরো অনেকে।
অনুষ্ঠানে চড়াখোলায় বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়াও চড়াখোলায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথি, সভাপতি এবং বিশেষ অতিথিরা ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

আরো পড়ুন:

তেজগাঁও গির্জায় জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ প্রার্থনা

খ্রিষ্টান মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার ১৫ আগস্টের স্মৃতিচারণ

প্রৈরিতিক সেবায় বাণী প্রচার বিষয়ে সিস্টারদের সেমিনার