ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা খেলাধুলা মেসির বিয়ে জন্মদিনে!

মেসির বিয়ে জন্মদিনে!

0
605

শৈশবের প্রেমকে অন্য এক উচ্চতায় নিয়ে যেতে বিয়ে করতে যাচ্ছেন বিশ্ব ফুটবলের তারকা খেলোড়ার মেসি ও আন্তোনেল্লা রোকুজ্জো।

গুঞ্জনটা কদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার মেসি পরিবারের ঘনিষ্ঠ একজন বিয়ের সত্যতা নিশ্চিত করলেন। বিয়ের দিনক্ষণও নাকি একরকম ঠিক হয়ে গেছে। আগামী বছর ঠিক মেসির জন্মদিনে (২৪ জুন) গাঁটছড়া বাঁধবেন দুজনে।

দূরে কোথাও কিংবা রাজকীয় কোন প্রাসাদে নয়; নিজেদের প্রথম পরিচয়ের স্থান রোজারিওতেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন দুজনে।

আর্জেন্টিনার রোজারিওতে ছোটবেলাতেই রোকুজ্জোর সঙ্গে প্রথম দেখা ও পরিচয় মেসির। আর্জেন্টিনা ছেড়ে বার্সেলোনায় আসার পর সম্পর্কে খানিকটা ভাটা। ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে দুজনের মন দেওয়া–নেওয়ার শুরু এবং সেটা পূর্ণতা পায় ২০১০ সালে।মেসির সঙ্গে থাকার জন্য রোকুজ্জো চলে যান বার্সেলোনায়। এরপর থেকেই একই ছাদের নিচে দুজনে বাস করছেন।

এর মধ্যে রোকুজ্জোর কোল জুড়ে আসে দুই সন্তান। চার বছরের থিয়াগো আর এক বছরের মাতেওকে নিয়ে তাদের সুখী পরিবার। এ সুখকে দীর্ঘস্থায়ী রূপ দিতেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন মেসি।

এসএন/আরবি/১৮ ডিসেম্বর, ২০১৬