ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট বিশ্বমানের প্রথম চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের উদ্ধোধন

বিশ্বমানের প্রথম চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের উদ্ধোধন

0
507

যাত্রা শুরু করল দেশে বিশ্বমানের প্রথম চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার। রোববার সন্ধ্যা ৭টায় ঢাকার মনিপুরীপাড়ায় এ সেন্টারের উদ্বোধন করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ। সাথে ছিলেন ঢাকা ক্রেডিটের সকল কর্মকর্তা, মনিপুরীপাড়ায় বসবাসরত গন্যমান্য ব্যক্তি ও শিশুদের মায়েরা।

বাবু মার্কুজ গমেজ তাঁর বক্তব্যে বলেন, তরুণ দম্পতিদের কথা ভেবে চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার প্রতিষ্ঠা করা হল। এতে তাঁরা নির্বিঘেœ তাদের পেশাগত দায়িত্ব (চাকরি) পালন করে যেতে পারেন। পাশাপাশি তাদের ছেলেমেয়েরা এখানে পারিবারিক আবহে, মাতৃ¯েœহে আদর্শ ও মূল্যবোধ নিয়ে বেড়ে উঠতে পারবে। শিশুরা ক্যাম্ব্রিজ পাঠ্যক্রমে শিক্ষার পাশাপাশি নিরাপদ খাদ্য ও অন্যান্য সুবিধা লাভ করবে। আগামীতে আদর্শ নাগরিক হয়ে গড়ে উঠতে পারবে।

02দেশে চাইল্ড ডে কেয়ার সেন্টার থাকলেও বিশ্বমানের চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার এই-ই প্রথম।

বাবু মাকুর্জ গমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন, বীর মুক্তিযোদ্ধা জোনাস গমেজ, জাদুশিল্পী ও মনিপুরী পাড়া খ্রিষ্টান সোসাইটির সভাপতি হেবল ডি’ক্রুজ, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের উপদেষ্টামন্ডলী, পরিচালনা পর্ষদ, উর্ধ্বতন কর্মকর্তাসহ মা ও শিশুরা ।

ঢাকা ক্রেডিটের চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার সিঙ্গাপুরভিত্তিক পেশাদার কনসালটেন্সি প্রতিষ্ঠানের পরামর্শে পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে তিন জন প্রশিক্ষককে সিঙ্গাপুরে নিয়ে বিশেষ প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসা হয়েছে।

দম্পতিরা এখানে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৮ মাস থেকে ৬ বছর বয়সী জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শিশুকে রেখে যেতে পারবেন। একই দিন ঢাকা ক্রেডিটের মনিপুরীপাড়া সেবাকেন্দ্রেরও উদ্বোধন করা হয়।

আরবি/আরপি/এসএন/ ১৮ডিসেম্বর, ২০১৬