শিরোনাম :
বিশ্বসুন্দরীর মুকুটে ক্যারীবীয়
স্টেফানি দেল ভ্যালে এ বছরের মিস ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছেন তিনি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত দেশ পুয়ের্তো রিকোর নাগরিক।
১৯ বছর বয়সী নতুন এই বিশ্বসুন্দরীর মাথায় মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ওয়ার্ল্ড স্পেনের মিরাইয়া লালাগুনা রয়ো।
গতকাল রোববার সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের এমজিএম ন্যাশনাল হারবার রিসোর্টে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এএফপিতে প্রকাশিত খবর থেকে জানা যায়, এবারের মিস ওয়ার্ল্ড আসরে প্রথম রানারআপ ও দ্বিতীয় সেরা সুন্দরী নির্বাচিত হয়েছেন যথাক্রমে ডোমিনিকান রিপাবলিকের ইয়ারিতেজা মিগুয়েলিনা রেইজ রামিরেজ এবং ইন্দোনেশিয়ার নাতাশা ম্যানুয়েলা ।
নতুন মিস ওয়ার্ল্ড স্টেফানি দেল ভ্যালে এক প্রতিক্রিয়ায় এ অর্জনকে তাঁর জন্মভূমির জন্য ‘সম্মান ও মহান দায়িত্ব’ হিসেবে আখ্যায়িত করেছেন।
বাদামি চোখের অধিকারী স্টেফানি ইংরেজি ছাড়াও স্প্যানিশ ও ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারেন। জানান তাঁর বিনোদনজগতে কাজ করার প্রবল ইচ্ছের কথা।
উল্লেখ্য, যুক্তরাজ্যের নাগরিক এরিক মরলি ১৯৫১ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা শুরু করেন। এর পর প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়ে আসছে এ সুন্দরী প্রতিযোগিতা। ২০০০ সালে এরিকের মৃত্যুর পর থেকে তাঁর স্ত্রী জুলিয়া মরলি প্রতিযোগিতা আয়োজনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এসএন/আরপি/১৯ ডিসেম্বর, ২০১৬