শিরোনাম :
ঢাকা ক্রেডিটের সদস্য হলেন ৫০ জন-যুবক-যুবতী
ডিসি নিউজ:
মানিক বিশ্বাসের বাড়ি বরিশাল। থাকেন ঢাকায়। পড়েন বারিধারাস্থ মার্টিন লুথার কলেজে দ্বাদশ শ্রেণীতে। তিনি আজ ঢাকা ক্রেডিটে প্রি-মেম্বারশিপ ক্লাশ করে ঢাকা ক্রেডিটের সদস্য হয়েছেন। তিনি ডিসি নিউজকে আশার কণ্ঠে বলেন, ‘আমি উচ্চ শিক্ষার জন্য ভবিষ্যতে বিদেশে যেতে চাই। তাই ঢাকা ক্রেডিটে সদস্য হলাম যেন পড়াশোনার জন্য ঋণ নিয়ে বিদেশ যেতে পারি।’
অর্পিতা গমেজের গ্রামে বাড়ি ঢাকার নবাবগঞ্জের গোল্লা ধর্মপল্লীতে। তিনি ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ে অনার্স ৩য় বর্ষে পড়ছেন। তিনিও ঢাকা ক্রেডিটের সদস্য হয়েছেন। তিনি ডিসি নিউজকে বলেন, ‘আমাদের বাড়ির সকলেই ঢাকা ক্রেডিটের সদস্য। তারা প্রয়োজনের সময় ঢাকা ক্রেডিট থেকে ঋণ নেন। আমি আজ সদস্য হলাম যেন এখন থেকেই সঞ্চয় শুরু করতে পারি এবং ভবিষ্যতে প্রয়োজনের সময় টাকা উত্তোলন করতে পারি।’
মানিক, অর্পিতার মত আজ ৫০ যুবক-যুবতী ঢাকা ক্রেডিটের সদস্য হয়েছেন।
তাদেরকে ঢাকা ক্রেডিটের বিভিন্ন প্রোডাক্ট, প্রকল্প সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। নতুন সদস্যরা ঢাকা ক্রেডিটের সদস্য হতে পেরে খুশি হয়েছেন। তারা এখন থেকেই সঞ্চয় করা শুরু করবেন এবং প্রয়োজনের সময় ঋণসহ অন্যান্য সুযোগ সুবিধা নিবেন।
ঢাকা ক্রেডিটের সদস্য হতে সর্বনিম্ন ১৮ বছর বয়স এবং ২০৫ টাকা প্রয়োজন পড়ে।