ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ আগামীকাল রমনা গির্জায় ঈশ্বরের সেবক টি. এ. গাঙ্গুলীর মৃত্যু বার্ষিকী

আগামীকাল রমনা গির্জায় ঈশ্বরের সেবক টি. এ. গাঙ্গুলীর মৃত্যু বার্ষিকী

0
428

ডিসি নিউজ:
আগামীকাল ঈশ্বরের সেবক থিওটোনিয়াস অমল (টি. এ.) গাঙ্গুলীর ৪২তম মৃত্যুবার্ষিকী ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে রাজধানীর রমনা গির্জায় পালন করা হবে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকাল ৫টায় শুরু হবে স্মৃতিচারণমূলক সংক্ষিপ্ত সহভাগিতা, তাঁর জীবনিভিত্তিক জীবনালেখ্য প্রামাণ্যচিত্র। পবিত্র খ্রিষ্টযাগ শুরু হবে বিকাল সাড়ে ৫টায়। সেন্ট মেরীস কাথিড্রাল ধর্মপল্লীর পাল-পুরোহিত খ্রিষ্টভক্তদের ঈশ্বরের সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলীর মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।
জানা গেছে, আগামীকাল ‘ঈশ্বরের সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলী বাংলাদেশ মন্ডলীর গৌরব’ নামক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। ঢাকা কাথলিক মহাধর্মপ্রদেশের ধর্মপাল আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি বইটির মোড়ক উন্মোচন করবেন। মোট ৭৮৮ পৃষ্ঠার ঐতিহাসিক এই বইটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশ মন্ডলীর সকল খ্রিষ্টভক্তের উদ্দেশে। বইটির মূল্য ৩০০ টাকা। বইটি পাওয়া যাবে সাপ্তাহিক প্রতিবেশী প্রকাশনীর সকল বিক্রয় কেন্দ্রে।
‘আর্চবিশপ টি এ গাঙ্গুলী মেমোরিয়াল ট্রাস্ট’ এর সার্বিক সহযোগিতায়, লেখক ও সংকলক সুনীল পেরেরার পূর্ণাঙ্গ সহায়তায় ও প্রতিবেশী প্রকাশনীর প্রকাশনায় বইটিতে স্থান পেয়েছে ভারত উপমহাদেশে খ্রিষ্টবাণী প্রচার থেকে শুরু করে মহামান্য আর্চবিশপ টি এ গাঙ্গুলীর জীবনী ইতিহাস, পটভূমিকা, তাঁর শিক্ষা-জীবন, তাঁর সফলতা ও উৎকর্ষতা, আহ্বানের পরিপক্কতা, মন্ডলীর সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে তাঁর সুযোগ্য পরিচালনা ও অবদান থেকে শুরু করে তার জীবনাবসান পর্যন্ত। রয়েছে তাঁর সম্বন্ধে এ পর্যন্ত মন্ডলীর নানা জনের নানা বাণী, লেখা, নাটক, কবিতা, স্মৃতিকথা, উপদেশ, তাঁর সাহিত্য কর্ম, জীবন সাক্ষ্যদান ইত্যাদি।
দশ বছর সময় নিয়ে বইটি লিখেছেন ও সংকলন করেছেন সুনীল পেরেরা। বইটি সম্পর্কে তিনি ভিডিও বার্তায় বলেন, ‘এই বইটি পড়ে একজন মহা মানবের অনেক ঘটনাবলী, নির্দেশনা ও শিক্ষা গ্রহণ করতে পারা যাবে। আমি অনুরোধ করি খ্রিষ্টভক্তরা বইটি কিনবেন এবং পড়বেন।’