ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ জাতীয় ওষুধ নীতির খসড়া অনুমোদন

জাতীয় ওষুধ নীতির খসড়া অনুমোদন

0
261

অবশেষে জাতীয় ওষুধ নীতির খসড়া অনুমোদন হলো। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় ওষুধ নীতি ২০১৬-এর খসড়া নীতিগত ভাবে অনুমোদন দেওয়া হয়।

যেকোনো ওষুধ তৈরি, বিক্রয়, আমদানি করতে হলে নিবন্ধন করতে হবে, জাতীয় ওষুধ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ গঠনের প্রস্তাবও খসড়ায় অন্তভূর্ক্ত করা হয়েছে। কঠোর ভাবে নকল, ভেজাল ও নিম্নমানের ওষুধ তৈরি ও বিপণন রোধে এই উদ্যোগ হাতে নেয়া হয়েছে। এর ফলে  ভোক্তারা অতিশিঘ্রই এর সুফল পেতে শুরু করবেন।

খসড়ায় আরও বলা হয়েছে, মেয়াদ উত্তীর্ণ ওষুধ উৎপাদন ও বিক্রি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। আইনে শাস্তি নির্ধারণ করা হবে। নীতিমালা অনুযায়ী ওষুধের মূল্য নির্ধারণ করা হবে। জনস্বার্থে ওষুধের দাম নির্ধারণ করে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কেউ বেশি দাম নিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, বাংলাদেশ বিশ্বের ১২২টি দেশে ওষুধ রপ্তানি করে। বিভিন্ন আন্তর্জাতিক সনদ ও স্বীকৃতি লাভ করেছে। তিনি বলেন, প্রায় ১১ বছর পর আন্তর্জাতিক চাহিদার বিষয়টি মাথায় রেখে নীতিমালাটি যুগোপযোগী করা হয়েছে।

এসএন/আরপি/১৯ ডিসেম্বর, ২০২৬