শিরোনাম :
ইলেকটোরাল কলেজের ভোটেও ট্রাম্পের জয়জয়াকার
সবাই তাকিয়ে ছিলেন ইলেকটোরাল কলেজ ভোটে ডোনাল্ড ট্রাম্প কেমন করেন তার দিকে। কিন্তু সেই বৈতরনীও অনায়াসে পার করলেন
তিনি।মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ট্রাম্প।
নির্বাচনের ৪২ দিন পর সর্বশেষ ইলেকটোরাল কলেজ ভোটেও ট্রাম্প জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০ ভোট নিশ্চিত করতে সমর্থ্য হয়েছেন। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ট্রাম্প বলেন,আমি সব মার্কিনের প্রেসিডেন্ট হতে চাই।আসুন সবাই মিলে প্রিয় দেশকে এগিয়ে নিয়ে যায়।
আগামী ৬ জানুয়ারি কংগ্রেসে বিশেষ যৌথ অধিবেশনে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ঘোষণা করা হবে কি না, তা নির্ধারণের জন্য গতকাল সোমবার ৫০টি অঙ্গরাজ্যে এবং ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় ৫৩৮ জন ইলেকটর বা নির্বাচক বসেন। ইলেকটররা ট্রাম্পকেই আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে বেছে নেন।
এসএন/আরবি/২০ ডিসেম্বর, ২০১৬