ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১৩ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ রেমন্ড আরেং এশিয়া এন্ড প্যাসিফিক এলায়েন্স অব ওয়াইএমসিএ’র সহ-সভাপতি নির্বাচিত

রেমন্ড আরেং এশিয়া এন্ড প্যাসিফিক এলায়েন্স অব ওয়াইএমসিএ’র সহ-সভাপতি নির্বাচিত

0
1865

ডিসি নিউজ:
এশিয়া এন্ড প্যাসিফিক এলায়েন্স অব ওয়াইএমসিএ’র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রেমন্ড আরেং। ঢাকা ক্রেডিটের কনসালটেন্ট এবং বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সদস্য রেমন্ডকে এশিয়া এন্ড প্যাসিফিক ওয়াইএমসিএ এর জাপানে চলমান ২০তম জেনারেল এসেম্বলিতে গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।
রেমন্ড আরেং নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে ফেসবুক পোষ্টে লিখেন, ‘আজ এশিয়া এন্ড প্যাসিফিক এলায়েন্স অব ওয়াইএমসি’র সহ-সভাপতি নির্বাচিত হলাম। আমার এ পর্যন্ত আসার পেছনে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের প্রত্যেককে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বাবু মার্কুজ গমেজ, ডানকেন চৌধুরী, নিপুন সাংমা, জনি হিউবার্ট গমেজ, সুখেন যোসেফ গমেজ, মনোজ চিসিম, কর্নেল রিছিলসহ বাংলাদেশ ওয়াইএমসিএ’র সকল সদস্য- বিশেষ করে বিরিশিরি ওয়াইএমসিএ’র সদস্যগণের কাছে আমি ঋণী। আমি তাঁদের সকলকে কৃতজ্ঞতা জানাই।’