শিরোনাম :
১৩জন নতুন কার্ডিনালের নাম ঘোষণা করলেন পোপ ফ্রান্সিস
তেরজন নতুন কার্ডিনালের নাম ঘোষণা করলেন পুণ্য পিতা পোপ ফ্রান্সিস।
১ সেপ্টেম্বর সাধু পিতরের চত্ত্বরে দূত সংবাদ প্রার্থনার পরে পোপ মহোদয় নতুন কার্ডিনালদের নাম ঘোষণা করেছেন এবং আগামি ৫ অক্টোবর কার্ডিনালদের সভা ডেকেছেন। পোপ মহোদয় আরো বলেছেন, নতুন কার্ডিনালগণ যে সকল স্থান বা দেশসমূহ থেকে এসেছেন তা মন্ডলীর প্রেরণকর্মী আহ্বান প্রকাশ করে। যাতে করে মন্ডলী পিতা ঈশ^রের দয়াময় ভালোবাসা পৃথিবীর প্রত্যেকজন মানুষের কাছে ঘোষণা করতে পারে। নতুন কার্ডিনালদের নামের তালিকা নিম্নে তুলে ধরা হলো:
স্পেনের পসভিল্লে থেকে বিশপ মিগুয়েল অ্যাঞ্জেল আয়েজু, পর্তুগালের মাদোইরা থেকে আর্চবিশপ হোজে টলেন্টিনু মেদনকা, ইন্তোনেশিয়ার জাভা থেকে আর্চবিশপ ইগ্নেসিউস সুনারয়ো হার্ডজোয়াতমোদজো, হাবানার কামাগুয়ে থেকে আর্চবিশপ হোয়ান দে লা কারিদাদ হ্রাসিয়া রদ্রিগুয়েজ, কঙ্গো মণেগবে বতো থেকে আর্চবিশপ ফিডোলিন আমবংঙ্গো বেসোনগো ওএফএম (কাপুচিনো), ফিদেরদাঙ্গে থেকে আর্চবিশপ জ্যেনে ক্লাউডে হল্লেরিক এসজে, গুয়েতেমালা সিটি থেকে বিশপ আলভারো এল রামাজজিনি ইমেরি, ইতালির রোম থেকে আর্চবিশপ মাত্তেও জুপ্পি, স্পেনের ভেলেজ-রোবিও থেকে আর্চবিশপ ক্রিস্টবাল লপেজ রোমেরু এসডিবি, সাবেক চেকোস্লাভিয়া থেকে ফাদার মাইকেল সিজেরনি এসজে, ইংল্যান্ডের ওয়ালসেল থেকে আর্চবিশপ মাইকেল লুইস ফিৎজেরাল্ড, লিতুয়ানিয়ার গোদোনিস থেকে আর্চবিশপ সিজিতাস তামকেভিসিউস এসজে, ইতালির ভেরোনা থেকে বিশপ এওজেনিয় দাল কোরসো পিএসডিপি।
নতুন কার্ডিনালদের নাম ঘোষণার পরে পোপ মহোদয় সকলকে অনুরোধ করেন যেন তাঁরা তাঁদের জন্য প্রার্থনা করেন। যাতে করে নতুন কার্ডিনালগণ খ্রিষ্টের সাথে সংযুক্ত থেকে ঈশ্বরের পবিত্র জনগণের মঙ্গলের জন্য রোমের বিশপকে বিভিন্ন কাজে সহায়তা করতে পারে।
তথ্যসূত্র: প্রতিবেশী
আরো পড়ুন:
কাশ্মীরে সংলাপের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান পাকিস্তানি বিশপদের