ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ কিশোর-কিশোরীদের খ্রিষ্টীয় জীবন-যাপনের আহ্বান বিশপ শরতের

কিশোর-কিশোরীদের খ্রিষ্টীয় জীবন-যাপনের আহ্বান বিশপ শরতের

0
491

ডিসি নিউজ:

তেজগাঁও জপমালা রাণী গির্জার অধীনস্থ ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে দিনব্যাপী ওয়াইসিএস (Young Christian Student) দিবস পালিত হয়। প্রতিপাদ্য বিষয়: ‘এসো বেড়ে উঠি আনন্দে’। 

আজ সকাল ৯টায় পবিত্র খ্রিষ্টযাগের মধ্য দিয়ে ঢাকা মহা ধর্মপ্রদেশের সহকারী বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ ওয়াইসিএস দিবসের সূচনা করেন।

পবিত্র খ্রিষ্টযাগে বাণী সহভাগিতায় বিশপ মহোদয় ছাত্র-ছাত্রীদের যিশুখ্রিষ্টের শিক্ষা অনুসারে জীবন-যাপন এবং রবিবারে খ্রিষ্টযাগে যোগদানের আহ্বান জানান।

তেজগাঁও ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার সনি মার্টিন রড্রিক্স ডিসি নিউজকে জানান, ‘ইলেকট্রনিক মিডিয়ার যুগে ছেলে-মেয়েদের নির্মল আনন্দ প্রদান এবং খ্রিষ্টীয় শিক্ষা প্রদান করার জন্য এই আয়োজন। ছেলে-মেয়েরা যেন তথ্যপ্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের সাথে পরিচিত লাভ করতে পারে এই বিষয়ে শিক্ষা দেওয়া হয়।’

ফাদার আরো বলেন, ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীরা ওয়াইসিএস’এ যোগদান করতে পারে। ঢাকায় প্রত্যেকটি মিশনারী স্কুলে তাদের একজন করে এনিমেটর আছেন। এনিমেটর এবং ছাত্র-ছাত্রীরা স্কুলে প্রতিমাসে একটি সভা করে থাকে। প্রতি দুইমাসে একবার করে তেজগাঁও গির্জায় সম্মিলিতভাবে সকল ছেলে-মেয়েকে নিয়ে খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয়। যে সকল ছাত্র-ছাত্রীরা অন্যান্য স্কুলে পড়াশোনা করে তাদের জন্য গির্জায় একটি ইউনিট রয়েছে।

তিনি আরো বলেন, প্রতিবছর ছেলেমেয়েদের নিয়ে তিনটি সম্মিলিত অনুষ্ঠান করা হয়ে থাকে। চলতি বছরে প্রায়শ্চিত্তকালে তাদের জন্য নির্জন ধ্যান এবং পাপস্বীকারের আয়োজন করা হয়েছে। তারা যেন খ্রিষ্টীয় মূল্যেবোধে বেড়ে উঠতে পারে।

হলি ক্রস স্কুলে শিক্ষিকা আইরিন ডি’ ক্রুজ  ওয়াইসিএস’র এনিমেটর হিসেবে কাজ করছেন ২০০২ সাল থেকে। তিনি ডিসিনি উজকে বলেন, ‘ওয়াইসিএস করার মাধ্যমে আমাদের সমাজের ছেলে-মেয়েরা যেন খ্রিষ্টীয় শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে নেতৃত্ব প্রদান করতে পারে এবং নেতৃত্বে খ্রিষ্টের আদর্শ বজায় রাখতে পারে। কারণ বর্তমান যারা নেতৃত্ব প্রদান করছেন তাঁদের মধ্যে নৈতিকতার বড় অভাব।

খ্রিষ্টযাগের পরে ছেলে-মেয়েরা গির্জা থেকে শোভাযাত্রা করে হলি ক্রস কলেজের সামনে দিয়ে তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে প্রবেশ করে। সেখানে আনন্দ সহভাগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

ওয়াইসিএস দিবসে ২৬০ জন ছেলে-মেয়েসহ ফাদার-সিস্টারগণ, এনিমেটর ও সেচ্ছাসেবকগণ অংশগ্রহণ করেন।