শিরোনাম :
ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি কর্মশালা
ডিসি নিউজ:
ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৪ সেপ্টেম্বর) নদ্দাস্থ ঢাকা ক্রেডিটের স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত কর্মশালার শিরোনাম ছিলো: আধুনিক শিক্ষা পদ্ধতি।
ঢাকা ক্রেডিটের সুপারভাইজরি কমিটির সেক্রেটারি ও ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের আহ্বায়ক মানিক লরেন্স রোজারিও কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন। তিনি এই সময় বলেন, ‘শিক্ষক প্রথমে শিখতে চান, তারপর শিক্ষা দেন। শিক্ষকতা করতে গেলে কিভাবে ভালোভাবে শিক্ষা দিব তার কৌশল শিখতে হবে।’
তিনি আরো বলেন, ভালো, মাঝারি ও দুর্বল- এই তিন ধরনের শিক্ষার্থী রয়েছে। আমাদের তিন ধরনের শিক্ষার্থীদের ওপর ভিত্তি করে শিক্ষা দিতে হবে।
ঢাকা ক্রেডিটের মার্কেটিং এন্ড প্রজেক্টের চীফ অফিসার সুইটি পিউরীফিকেশন ডিসি নিউজকে কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে বলেন, ‘শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। তাঁরা যেন আধুনিক যুগে কার্যকর শিক্ষণ ও নৈতিক মূল্যবোধে শিশুদের গঠন দিতে পারেন।’
শিক্ষকদের প্রশিক্ষণ দেন বাংলাদেশ কাথলিক শিক্ষা বোর্ডের সেক্রেটারি ও সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের ডিরেক্টর জ্যোতি এফ গমেজ বর্তমান শিক্ষা ব্যবস্থাপনা ও চ্যালেঞ্জসমূহ বিষয়ে আলোচনা করেন। তিনি জানান, এক সময় কাথলিক মিশনারী স্কুলগুলোতে বিদেশি শিক্ষক বেশি ছিলেন। তাঁরা আমেরিকা, ইতালি থেকে পড়াশোনা করে এদেশে সেগুলো প্রয়োগ করেছিলেন বলেই এদেশে মিশনারী স্কুলগুলোর শিক্ষারমান ভালো। এখন বিদেশি শিক্ষক প্রায় নাই বললেই চলে। তাই শিক্ষকদের নিজেদের শিক্ষকতার ‘মান’ বাড়িয়ে শিক্ষা দিতে হবে।
তিনি বলেন, ‘একজন শিক্ষককে ক্লাশে শিক্ষাদানের পূর্বে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। ইন্টারনেটে পাঠ প্রস্তুতির জন্য অনেক তথ্য, উপাত্ত আছে। শিক্ষকরা সেগুলোর সাহায্য নিতে পারেন।’
‘কার্যকর শিক্ষণ ও নৈতিক মূল্যবোধ গঠন’ বিষয়ে শিক্ষক প্রশিক্ষক মো. কাজি রায়হান জামিল বক্তব্য দেন। তিনি বলেন, ‘শিক্ষকদের সমাজ পরিবর্তনের ব্যপক ভূমিকা রয়েছে। গঠন যখন ভালো হয় তখন তা হয় রূপান্তর। গঠন ভালো না হলে সমাজে অরাজকতা বাড়ে। তাই শিক্ষদের সমাজকে ইতিবাচক পরিবর্তনে অনেক বড় ভূমিকা পালন করতে হবে।’
তিনি আরো বলেন, ‘সেই ব্যক্তি উমর যিনি পরিবারের নিকট উত্তম। একজন শিক্ষককে আগে পরিবারের নিকট উত্তম হতে হবে।’
২০০৯ খ্রিষ্টাব্দে যাত্রা শুরু করা ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের বর্তমান শিক্ষার্থী ৩৪৪ জন। স্কুলের প্রিন্সিপাল আনন্দ চৌধুরী কর্মশালায় প্রশিক্ষকদ্বয়কে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আজকে আমরা খুবই মনোযোগ দিয়ে আপনাদের কথা শুনেছি। আপনাদের শিক্ষা আমাদের পেশাগত জীবনে সামনে এগিয়ে যেতে কাজে লাগবে।’
তিনি জানান, বর্তমানে ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত ৩৪৪ জন পড়াশোনা করেন।
কর্মশালায় ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের ভাইস-প্রিন্সিপাল মিটিল্ডা কস্তা সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি জানান, বর্তমানে ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত ৩৪৪ জন পড়াশোনা করেন।
কর্মশালায় ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের ভাইস-প্রিন্সিপাল মিটিল্ডা কস্তা সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন।
আরো পড়ুন:
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে গ্র্যান্ডস-পেরেন্টস ডে পালন