ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক ভারতে নেতিবাচক সংবাদের বিরুদ্ধে ফাদার-সিস্টারদের আন্দোলন

ভারতে নেতিবাচক সংবাদের বিরুদ্ধে ফাদার-সিস্টারদের আন্দোলন

0
465

ডেস্ক রিপোর্ট:
সম্প্রতি ভারতের ক্যারেলার কানরের রাজপথে শতাধিক ফাদার-সিস্টার তাঁদের বিষয়ে নেতিবাচক সংবাদ প্রচারের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ করেছেন।
তাঁরা বলেছেন, ‘জীবনকে তুচ্ছতাচ্ছিল্য করবেন না। ধর্মীয় জীবন কষ্ট ও হতাশার বিষয় নয়।’
বক্তাগণ ছিলেন বিভিন্ন ধর্মীয় সংঘের প্রধান। দরিদ্রদের সেকিকা সংঘের সুপিরিয়র জেনারেল সিস্টার ইমাষ্টিনা বলেন, ‘নিজেদের দুঃখ-কষ্ট ভুলে আমরা হাসি মুখে নিঃস্বার্থভাবে সমাজের জন্য সেবা দেই। আমারা সন্তুষ্ট থাকি। আমাদের ধর্মীয় জীবনের ভিত মজবুত কারণ আমরা ঈশ্বরকে ভালোবাসি। আমাদের নিয়ে তুচ্ছতাচ্ছিল্য কোনভাবে ধর্মীয় জীবনকে প্রভাবিত করতে পারবে না।’
ফ্রান্সিসকান ক্লারিষ্ট সম্প্রদায়ের সিস্টার মেরি নোবেল বলেন, ‘মিডিয়া নিন্দুকের ভূমিকা পালন করছে। তাই আমরা এই প্রতিবাদ সমাবেশ করতে বাধ্য হয়েছি। আমাদের যারা মিথ্যা নিন্দা দেয় তাদের জন্য করুণা হয়। যারা মিথ্যা তথ্য লেখেন বা প্রচার করেন তাদের সচেতন হওয়া উচিত।’
তিনি আরো বলেন, ফাদার-সিস্টারগণ আনন্দের সাথে মানুষের সেবার জন্য কাজ করেন। সাংবাদিকদের উচিত মিথ্যা খবর না ছড়ানোর। মাদার তেরেজার মতো আমরা অনেক কষ্টের মধ্যেও সেবা দিয়ে থাকি।
তাঁদের দাবী খ্রিষ্টান সম্প্রদায়ের বিরোধী একটি চক্র সাংবাদিকদের দিয়ে মিথ্যে সংবাদ পরিবেশন করানো হচ্ছে।

আরো পড়ুন:

উড়িষ্যার প্রথম খ্রিষ্টান আদিবাসী নারী পাইলট

১৩ জন নতুন কার্ডিনালের নাম ঘোষণা করলেন পোপ ফ্রান্সিস

কাশ্মীরে সংলাপের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান পাকিস্তানি বিশপদের