ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ভাল থাকো বাবা, শান্তিতে ঘুমাও

ভাল থাকো বাবা, শান্তিতে ঘুমাও

0
602

সবাই যখন শিশু যিশুকে বরণ করে নেওয়ার জন্য বড়দিনের কেনাকাটাসহ অন্যান্য কাজ ও বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনি একটি শোকবার্তা সবাইকে স্তব্ধ করে দিল।

‘কোনোদিন বাবাকে ছাড়া বড়দিন করা হয়নি। বাবা, কেমন করে তোমাকে ছাড়া বড়দিন করি? তোমাকে ছাড়া করতে হবে এ কথা ভাবতেই বুকটা হাহাকার করে উঠে, মাথার ওপর আকাশ ভেঙে পড়ে। বিধি এ কেমন তোমার বিধান? এ কষ্ট কোথায় লুকাবো? এ দু:খ বইবো কেমন করে? অবেলায় একজন বাবা হারানোর, একজন স্বামী হারানোর, একজন অভিভাবক হারানোর, একজন বন্ধু হারানোর, একজন পথ প্রদর্শক হারানোর ভার কেমন করে বয়? বাবা তুমি আছো, থাকবে আমাদের অন্তরে চিরদিন, চিরকাল?

02তুমি ভাল থাকো বাবা, শান্তিতে ঘুমাও।’ আত্মীয় স্বজনদের কান্না আর আহাজারিতে তেজগাঁও চার্চের বাতাস ভারী হয়ে ওঠে।

চলে গেলেন পিন্টু বিশ্বাস। পিন্টু বিশ্বাস ঢাকা ক্রেডিটের আইটি বিভাগের ট্রেইনি অফিসার জয় জন বিশ্বাসের বাবা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। গতকাল মঙ্গলবার আনুমানিক দুপুর ২টায় তেজগাঁও থানার সামনে এক মর্মান্তিক সড়ক দুঘর্টনায় তিনি মারাত্মকভাবে আহত হন। রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় বেপরোয়া গতির একটি মাইক্রোবাস এসে পেছন থেকে তাকে ধাক্কা দেয়।

পথচারীদের সহযোগিতায় প্রথমে তাকে স্থানীয় আলরাজি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক এই কর্মকর্তা স্ত্রী, দুই ছেলে-মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সফল একজন বাবা, আদর্শ স্বামী। আত্মীয়-স্বজন ও বন্ধুদের কাছে ছিলেন একজন পথপ্রদর্শক। অত্যন্ত প্রার্থনাশীল মানুষ ছিলেন তিনি। ঈশ্বরের প্রতি ছিল তাঁর অগাধ ভক্তি। খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারতেন। সমাজ ও মন্ডলীতে তাঁর অবদান অনস্বীকার্য।

03জয়ের বাবার মৃত্যুতে ঢাকা ক্রেডিটে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার সকাল ১১টায় তেজগাঁও হলি রোজারি চার্চে পিন্টু বিশ্বাসের অন্ত্যেষ্টিক্রিয়া সমপন্ন হয়। অন্ত্যেষ্টিক্রিয়ায় তাঁর পরিবার পরিজন ছাড়াও আত্মীয়স্বজন ও ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, পরিচালনা পর্ষদের সদস্য পিটার রতন কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের সিইও লিন্টু খৃষ্টফার গমেজসহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে তাকে তেজগাঁও গির্জার কবরস্থানে সমাধিস্থ করা হয়।

04প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ প্রথমে প্রতিষ্ঠানের প্রধান হিসেবে পরে পরিচালনা পর্ষদের সদস্য ও কর্মকর্তাদের নিয়ে পিন্টু বিশ্বাসের সমাধিস্থলে পুষ্পার্ঘ্য নিবেদন করেন।

এসএন/আরপি/২১ ডিসেম্বর, ২০১৬