ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ প্রমোদ মানকিন ও টি. ডি. রোজারিওকে স্মরণ

প্রমোদ মানকিন ও টি. ডি. রোজারিওকে স্মরণ

0
478

ডিসি নিউজ:
বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট টি.ডি রোজারিও, বৌদ্ধ সন্ন্যাসী ভদন্ত বোদিপাল মহাথেরো ও রাজনীতিবিদ সুধাংশু শেখর হালদারের অবদানের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়েছে।
গতকাল পুরানা পল্টনে এক স্মরণানুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দ দলের সমন্বয়ক ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি হিউবার্ট গমেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, সাবেক রাষ্ট্রদূত নিম চন্দ্র ভৌমিক, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিওসহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোহাম্মদ নাসিম বলেন, ‘আজকে স্মরণ সভায় আমরা যাঁদের স্মরণ করছি, তাঁরা খুব ভালো মানুষ ছিলেন। তাঁদের সকলকে শ্রদ্ধা জানাই। এদেশে স্বাধীন হয়েছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সব ধর্মের মানুষের রক্তে। আসুন সকলে মিলে আমরা সুন্দর একটি দেশ গড়ে তুলি।’


বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও বক্তব্যে বলেন, ‘সাবেক সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট টি. ডি রোজারিও, বৌদ্ধ সন্ন্যাসী ভদন্ত বোদিপাল মহাথেরো ও রাজনীতিবিদ সুধাংশু শেখর হালদারের অবদানের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করি। তাঁরা সমাজের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।’
টি. ডি. রোজারিও
১৯৬৮ খ্রিষ্টাব্দে নিজস্ব বাসগৃহ ৫নং তেজকুনীপাড়া, তেজগাঁও ঢাকার ঠিকানায় নিবন্ধিত তদানিন্তন খ্রিষ্টান এসোসিয়েশন অব ইস্ট পাকিস্তানের টি. ডি. রোজারিও ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। স্বাধীনতার পর খ্রীষ্টান এসোসিয়েশন অব ইস্ট পাকিস্তান-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন রাখা হয়। তিনি বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনেরও সভাপতির দায়িত্ব পালন করেছেন।
তিনি দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকার বিভিন্ন কমিটির দায়িত্ব সফলভাবে পালন করেন। ১৯৭৬ খ্রিষ্টাব্দে তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন এবং দায়িত্ব পালন করেন।

অ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি
অ্যাডভোকেট প্রমোদ মানকিন ১৯৯১, ২০০১, ২০০৮, এবং ২০১৪ খ্রিব্দাব্দে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ২০০৮ খ্রিষ্টাব্দে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসন থেকে নির্বাচিত হয়ে প্রথমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, ২০০৯ খ্রিষ্টাব্দের ১৫ জুলাই থেকে ২০১২ খ্রিষ্টাব্দের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন। এরপর বর্তমান সরকারের মেয়াদ ১৫ সেপ্টেম্বর ২০১২ খ্রিষ্টাব্দ থেকে ১১ মে ২০১৬ মৃত্যুর পূর্ব পর্যন্ত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।