শিরোনাম :
মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
“যারা ধর্ম পালনের ভান করে কিন্তু নিজ ধর্ম বিশ্বাস করে না, তারাই দেশে ধর্মীয় সংঘাতের সৃষ্টি করে,” বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২২ ডিসেম্বর, বৃহস্পতিবার শুভ বড়দিন এবং প্রথম বাঙালি কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি’র সম্মানে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বিকাল ৩টায় কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, “বিজয়ের মাসে বড়দিনের আনন্দের সাথে প্রথম বাঙালি কার্ডিনাল নিযুক্ত হওয়ার আনন্দ যোগ হলো । আমরা চাই সব ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে বাস করুক। ‘ধর্ম যার যার উৎসব সবার’ উল্লেখ করে তিনি বলেন, জাতির জনক সাংবিধানিকভাবে সকল সম্প্রদায়ের জন্য স্বাধীনভাবে ধর্ম পালনের সুযোগ করে দিয়েছেন। জাতির জনক যে আদর্শ রেখে গেছেন, সেই অনুসারে আমরা পরিচালিত হই।
প্রধানমন্ত্রী বলেন, “আমি আগের পোপের সাথে ভাতিকানে সাক্ষাৎ করেছিলাম। কেউ কখনো চিন্তাও করেনি একজন বাঙালি কখনো কার্ডিনাল হবেন। আর্চবিশপ প্যাট্রিককে কার্ডিনাল নিযুক্ত করার মাধ্যমে পোপ ফ্রান্সিস বাংলাদেশকে সম্মানিত করেছেন। আমরা পোপ ফ্রান্সিসকে ধন্যবাদ জানাই।”
প্রধানমন্ত্রী খ্রিস্টধর্মাবলম্বী ভাই-বোনদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি নিজের ধর্ম পালন করি, অন্য ধর্মের মানুষকে সম্মান করি। এক সৃষ্টিকর্তাই সকলকে সৃষ্টি করেছেন, তাই মনে করি মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম।
এ সময় প্রধানমন্ত্রী কার্ডিনাল প্যাট্রিককে আহ্বান জানিয়ে বলেন, “আপনি শুধু খ্রিস্টানদের জন্য নয়, দেশের জনগণের কল্যাণেও কাজ করে যাবেন।”
ঢাকার সহকারী বিশপ শরৎ ফ্রান্সিস গমেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা এবং বড়দিন পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে, কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি, নারি ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, জুয়েল আরেং এমপি, বাংলাদেশ খ্রীষ্টা্ন এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ঢাকা হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশনসহ, মুসলাম, হিন্দু, বৌদ্ধ ধর্মের ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন কার্ডিনাল প্যাট্রিক এবং কার্ডিনালের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের আহ্বায়ক ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও।
আরবি/আরপি/ ২২ ডিসেম্বর, ২০১৬