ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ফিচার বিবাহ বিচ্ছেদ: পারিবারিক ও মান্ডলীক চ্যালেঞ্জ

বিবাহ বিচ্ছেদ: পারিবারিক ও মান্ডলীক চ্যালেঞ্জ

0
1272

|| হিমেল রোজারিও ||

পরিবারের বড় ছেলে নির্মল (ছদ্ম নাম)। ঢাকা থেকে ছুটিতে বাড়িতে গিয়ে পাশের গ্রামের কিশোরী সুলেখার (ছদ্ম নাম) সাথে পরিচয় হয়। পরিচয়ের পরে মাঝে মধ্যে ফোনে কথা হয়। নির্মল প্রায় প্রতি মাসেই বাড়ি চলে যায় সুলেখার সাথে দেখা করে। পারিবারিকভাবে ছয় মাসের মধ্যে বাগদত্তার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অবশেষে ডিসেম্বর মাসে বিয়েও হয়ে যায়। বাড়ির প্রথম বিয়ে তাই প্রায় সাত লক্ষ টাকা খরচ করা হয়েছে।
নির্মল পেশায় একজন শিক্ষক। বিয়ের পর হতে প্রতিমাসে দুইবার করে নির্মল বাড়ি আসে। বিয়ের পর থেকে সমাজের মানুষ একটু বেশি প্রধান্য দিয়ে মদের আসরে আমন্ত্রন করে নির্মলকে। নির্মল এই আমন্ত্রন ফিরিয়ে দিতে পারে না। অপর দিকে নব-বিবাহিত স্ত্রী আশায় থাকে কখন স্বামী বাড়ি আসবে এবং একান্তে দুইজন সময় কাটাবে। স্ত্রীর যেন অপেক্ষার প্রহর শেষ যেন হয় না। রাত পেরিয়ে ভোর হয়ে যায়। নির্মলের বাড়ি এসে আর স্ত্রীর সাথে ভাত খাওয়া সময় না। অতিরিক্ত মদ্যপানের কারণে স্ত্রীর সাথে ভালো করে কথাও বলতে পারে না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ঢাকা চলে আসে নির্মল।
এভাবেই চলতে থাকে ছয় মাস। ছয় মাস পরে একদিন নির্মলের স্ত্রী সুলেখা বাপের বাড়ি যাবার বায়না ধরে। সুলেখা বাবার বাড়ি যাবার পরে সে আর ফিরে আসতে চায় না। যদিও তাদের বিয়েটা ছিল প্রেমের। অনেকটাই আবেগ মিশ্রিত। সুলেখা সংসার কি তা খুব ভালো মতো বোঝেন না। নির্মলের বাবা-মা বাড়িতে থাকলেও সুলেখার কাজের ভুল ধরতে সর্বদা ব্যস্ত।
সুলেখা আর ফিরে না আসায় নির্মলের স্বীকারোক্তি হলো যে, স্ত্রীকে যতটুকু সময় দেওয়ার কথা সেই সময়টুকু দেননি। সারা দিনে কর্মব্যস্ততার কারণে কখনো জিজ্ঞাসা করা হয়ে ওঠেনি কেমন আছে, খাওয়া-দাওয়া করেছে কিনা। স্ত্রীর ভালো লাগা না লাগা এই নিয়ে কখনোই জিজ্ঞাসা করেননি নির্মল।
স্বাভাবিকভাবে বর্তমান যুগের একটি কিশোরী মেয়ে সংসার নিয়ে গভীর চিন্তায় প্রবেশ করতে পারে না। দ্বিতীয়ত একটি নতুন বাড়িতে নতুন পরিবেশে খাপ খাইয়ে নেয়ার মনোভাব সুলেখার মধ্যে হয়ে উঠেনি। তৃতীয়ত স্বামী বাড়িতে থাকে না। সারা দিনে ফোনে দু-একবার কথা হয়। স্বামী বাড়িতে আসলে খুব বেশি সময় পায় না একসঙ্গে কাটানোর।
(২)
জোনাস-সাগরিকা দাম্পত্য জীবনের ৩৯ বছর অতিবাহিত করেছেন এক ছাদের নিচে। তাদের মধ্যে বয়সের ব্যবধান ১০বছর। তারপরেও ছোট ছোট ত্যাগস্বীকার, সততা, সম্মান প্রদর্শন ও বিশ্বস্ততার মধ্য দিয়ে ঈশ্বরের আশীর্বাদে সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করছেন।
জোনাস-সাগরিকা দম্পতির কাছে বিবাহবিচ্ছেদের কারণ জানতে চাইলে জোনাস বলেন, এই যুগে বিবাহের পরে সস্পর্ক ধরে রাখা খুব কঠিন। সংসার করতে গেলে ছোটো-খাটো ঝগড়া হয়ে থাকে। যেসব পরিবারে বিচ্ছেদ ঘটেছে তাদের কারণ অনুসন্ধান করে দেখা গেছে কারণগুলো ছিল খুবই সামান্য। সামান্য কারণগুলো ধীরে ধীরে বড় আকার ধারণ করে। যদি সামান্য বিষয় নিজেদের মধ্যে সমাধান করে ফেলে তাহলেই অনেক পরিবার বেঁচে যায় বিচ্ছেদের হাত থেকে। অনেক সময় দেখা যায় একে অন্যর প্রতি ত্যাগস্বীকারের মনোভাব কম। ছোট ছোট ত্যাগস্বীকারের জন্যই আমাদের দুই জনের বন্ধন টিকে রয়েছে আজ অবধি
সাগরিকা বলেন, স্বামী-স্ত্রীর ভিন্নতার কারণেই বিবাহ বিচ্ছেদ হয়ে থাকে। পরিবারে অনেক সময় তৃতীয় পক্ষের প্রবেশের কারণেই সোনার সংসার ভেঙ্গে যায়। এছাড়া স্বামী-স্ত্রীর মধ্যে বিশ্বস্ততা না থাকলে একে অপরকে অযথা সন্দেহ করতে থাকলে সংসার ভেঙ্গে যায়, ছেলে-মেয়ের বয়সের ব্যবধান বেশি হলে, একে অন্যকে অযথা দোষারোপ করা, যথাযোগ্য সম্মান/মর্যদা না দেওয়ার কারণেও বিবাহ বিচ্ছেদ হয়ে থাকে। বর্তমানে যেসকল দম্পত্তি চাকরি করে তারা অনেকেই ছুটির দিনে বাইরে ঘুরতে যেতে চায়। অনেক সময় স্বামী বিশ্রাম নিতে চায়, স্ত্রী ঘুরতে যেতে চায় এই নিয়ে মনোমালিন্য হয়। এ থেকে অনেক সময় পরকীয়ার রূপ নেয়। তার পরেই হয় বিবাহবিচ্ছেদ।
জোনাস বলেন, বিয়ের পূর্বে দম্পতিরা যা আশা করে বিয়ের পরে তা পায় না। কাঙ্খিত বিষয়-বস্তু না পেলে একে অন্যের সাথে রাগারাগি করে। যেমন- টাকা-পয়সা, বাড়ী-গাড়ি, ঢাকায় বসাবাস করা নিয়ে। এই কারণে নতুন সংসারে ফাটল ধরে। অনেক ক্ষেত্রে ছেলে-মেয়ের শারীরিক অক্ষমতার কারণে বিবাহবিচ্ছেদ ঘটে থাকে। তবে বিবাহিত জীবন একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ যদি কেউ মোকাবেলা করতে না চায় তাহলে কখনোই সম্ভব নয় সুখী বিবাহিত জীবন গড়া।
সাগারিকা বলেন, বিয়ের দিন যে প্রতিজ্ঞা করা হয় সেই প্রতিজ্ঞাই হচ্ছে খ্রিষ্টীয় বিবাহের মূল ভিত্তি। দুইজনে প্রতিদিন বিশ^াসভরা অন্তরে প্রতিজ্ঞা নবায়ন করা উচিত। এই প্রতিজ্ঞার মধ্যদিয়ে আমি থেকে আমরা হয়ে যাই এবং একে অন্যের জন্য নিজেকে বিসর্জন দেই। নিজেদের সীমাবদ্ধতাগুলোকে একে অপরের সাথে সহভাগিতাই পারে একটি পবিত্র পবিবার হিসেবে গড়তে।

পরিবার হচ্ছে গৃহ মন্ডলী। আমাদের সমাজে পরিবারগুলোতে বিচ্ছেদের ঘটনা ঘটতে থাকলে ভালো পরিবার গঠন কখনোই সম্ভব নয়। ভালো পরিবার ব্যতীত সমাজ এবং মন্ডলী পরিকল্পনাই করা যায় না। বিবাহবিচ্ছেদের প্রভাব আমাদের পরিবার ও সমাজ জীবনের উপর প্রকটভাবে প্রভাব ফেলছে। ছোট ছোট কারণে আজ নবগঠিত পরিবারগুলো হুমকির মুখে।
একে অন্যকে ভালো না লাগার কারণেই বিচ্ছেদ ঘটে থাকে। কিন্তু দেখা গেছে বতর্মানে বিচ্ছেদের দিকদিয়ে মেয়েরা অনেক বেশি এগিয়ে আছে। সেই ক্ষেত্রে ভারতীয় উপমাদেশে মেয়েদের বিচ্ছেদের পর সমাজ কখনোই ভালো চোখে দেখ না। সুখের আশায় বিচ্ছেদ করে থাকে দম্পতিরা। পরবর্তীতে দেখা গেছে আবার নতুন করে বিয়ে করলেও সংসার দুই-তিন বছরের বেশি টিকে না। তখন তাদের জীবনের সুখের চেয়ে দু:খের পাল্লাটি ভারী হয়ে যায়।
বিবাহ বিচ্ছেদের প্রধান শিকার হন সন্তানরা। তারা বেড়ে ওঠে ‘ব্রোকেন ফ্যামিলির’ সন্তান হিসেবে। যা তাদের স্বাভাবিক মানসিক বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে। তারা এক ধরনের ‘আইডেন্টিটি ক্রাইসিসে’ ভোগে। মনোচিকিৎসকরা মনে করেন, ‘সন্তানরা যদি বাবা-মায়ের স্বাভাবিক সঙ্গ এবং ভালোবাসা থেকে বঞ্চিত হয়, তাহলে তাদের জীবন হয়ে ওঠে অস্বাভাবিকভ। তারা পরিবারকে নেতিবাচক হিসেবেই দেখে, তাদের মধ্যে জীবনবিমুখতা তৈরি হয় যা ভয়াবহ।
পারিবারিক ও মান্ডলিক চ্যালেঞ্জসমূহ:
কাথলিক মন্ডলীতে বিবাহ একটি অবিচ্ছেদ্য বন্ধন। পবিত্র বাইবেলে লেখা আছে ‘ঈশ^র যা যুক্ত করেছেন মানুষ যেন তা বিচ্ছিন্ন না করে।’ কাথলিক মন্ডলী বিবাহবিচ্ছেদ কখনোই সমর্থন করে না। কারণ একটি বিবাহবিচ্ছেদের কারণে প্রথমত দুটি হৃদয়ের রক্তক্ষরণ হয়। যদি ছেলে-মেয়ে থাকে তারা মানসিকভাবে কষ্টে থাকে। বাবা-মায়ের শাসন ব্যতীত সন্তানেরা কখনো ভালো মানুষ হয়ে উঠতে পারে না। কারণ নিজের জন্ম দেওয়া সন্তানের লালন-পালন অন্য কেউ দায়িত্ব ও গুরুত্বের সাথে পালন করতে পারে না। বিচ্ছেদকৃত পরিবারের সন্তানেরা মানসিকহীনমন্নতায় ভোগে বেশি। কৈশরে এসে অন্য ধর্মের বন্ধুদের সাথে বেশি মেলামেশা করে। নিজের সমাজে অনেক সময় তাদেরকে নিচু করে দেখা হয়। খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। জীবনে বিভিন্ন সময় ছেলে-মেয়েরা ব্যর্থ হয়ে থাকে। তখন বাবা-মা পাশে না থাকলে এই সামান্য ব্যার্থতা থেকে হতাশায় পরিণত হয়। হাতাশ এবং দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য বিভিন্ন ধরনের নেশার আশ্রয় নেয়। নেশা যখন নিয়মিত করে তখন সে (ছেলে-মেয়ে) নেশাকে কাছের সঙ্গী করে থাকে। অনেক সময় নেশা করার প্রয়োজনীয় অর্থ থাকে না। নেশার অর্থের জন্য চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি করে থাকে। এই চুরি-ডাকাতির ফলে অন্য পরিবারও ক্ষতির সম্মুখীন হচ্ছে। যে সকল বিচ্ছেদকৃত ছেলে-মেয়েরা অনৈতিক জীবন যাপন করে বেড়ে উঠে তাদের মধ্যে ধর্মীয়, নৈতিক, সামাজিক, পারিবারিক মূল্যবোধ কাজ করে না। তারা যখন পরিবার গঠন কববে, কখনোই একটি ভালো পরিবার গঠন করতে পারবে না। কারণ, ভালো এবং সুন্দর পরিবার সম্পর্কে তাদের ধারণা নেই। বিশেষ করে বিচ্ছেদকৃত পরিবারের সন্তানেরা অল্প বয়সে প্রেম করে অনেক সময় সমাজে এবং মন্ডলীতে নতুন সমস্যার জন্ম দেয়।
বিবাহবিচ্ছেদের বিষয়ে ঢাকার সানিডেইল স্কুলের অধ্যক্ষ তাজিন আহমেদ বলেন, মা-বাবার বনিবনা না হওয়া বা বিবাহবিচ্ছেদ সন্তানের জীবনে খুব নেতিবাচক প্রভাব ফেলে। সন্তানের সামনে আপনারা যে ধরনের আচরণ করবেন, সন্তান আপনার অজান্তে তা শিখে ফেলবে। পরে আপনি যখন তাকে ভালো কিছু শেখাতে যাবেন, সে শিখবে না।
বিচ্ছেদকৃত দম্পতির বিচ্ছেদের পরে যদি তারা আবার নতুন করে মন্ডলী বহি:ভূত পরিবার গঠন করে বা বিয়ে করে সেখানেও তৈরি হয় কিছু সামাজিক সমস্যা। ছেলে যদি মন্ডলীর আইনের বাইরে গিয়ে বিবাহ করে, তখন সেই পরিবারকে সমাজ থেকে বিচ্ছিন্ন রাখা হয়। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সেই পরিবারের কেউ অংশগ্রহণ করতে পারে না। সমাজে সেই পরিবারেকে একঘরে করে রাখা হয় এবং হেয়প্রতিপন্ন করা হয়ে থাকে। একটি বিচ্ছেদের কারণে প্রথমত পরিবার ধ্বংস হয় অতপর একটি সমাজের মধ্যে এর প্রভাব বিস্তার করে এবং সেই প্রভাব সরাসরি মন্ডলীতে পড়ে। কারণ আমরা খ্রিষ্টভক্তরাই খ্রিষ্টমন্ডলীর সদস্য।
বিবাহবিচ্ছেদের কারণে স্বামী-স্ত্রী লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হয় বেশি সন্তানেরা। সন্তানেরা বাবা-মা হারা হয়ে থাকে। পারিবারিক মূল্যেবোধ ও নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত হয়। পিতা-মাতার আদর-ভালোবাসা থেকে বেশি বঞ্চিত হয়ে থাকে। পারিবারিক শাসন থেকেও বঞ্চিত হয়।
বিবাহবিচ্ছেদের কারণসমূহ:
যে সকল কারণে বিবাহবিচ্ছেদ হয়ে থাকে তাঁদের মধ্যে প্রধান কারণগুলো হচ্ছে- বিবাহ বিচ্ছেদের পারিবারিক কারণ (শ্বশুর-শ্বশুরি, দেবর-ননদ, তৃতীয় পক্ষ), স্বামী-স্ত্রীর শারীরিক সমস্যা, স্বামী নেশা করে, পরকীয়া (স্বামী-স্ত্রী যে কেউ), গ্রহণ যোগ্যতার অভাব, ভুল বোঝাবুঝি, অল্পতে রেগে যাওয়া, অর্থের অভাব, ইলেকট্রনিক মিডিয়ায় আসক্ত, পরিবারের দায়িত্ব পালন না করা, পরিবারে সময় না দেওয় (স্বামী-স্ত্রী), অবহেলা করা, উচ্চ বিলাসী জীবন-যাপনের মনোভাবসহ আরো অনেক কারণ বিদ্যমান।
বয়সের পার্থক্যটা পাঁচ বছরে দাঁড়ালে ১৮ শতাংশ এবং ১০ বছর হলে ৩৯ শতাংশ দম্পতির বিবাহ-বিচ্ছেদ হয়ে থাকে। মনোবিজ্ঞানী জন গটম্যান বিবাহবিচ্ছেদের পেছনে চারটি প্রধান কারণকে দায়ী করেছেন। যে দম্পতিদের মাঝে এই চারটি বিষয় উপস্থিত থাকে, তাদের বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা অত্যধিক। সেগুলো হচ্ছে- ১। সঙ্গীকে ছোট করে দেখা,২। অবজ্ঞা করা, ৩। সঙ্গীর স্বভাব-চরিত্রের ব্যাপারে লাগাতার সমালোচনা করা, ৪। দাম্পত্য জীবনের কোনো সংকটে বা কঠিন পরিস্থিতে নিজেকে সবসময় নির্যাতিত কিংবা ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করা, একে অন্যের সাথে কথা বলা বন্ধ করে দেয়া।
“যেসব দম্পতির বৈবাহিক জীবন অতিরিক্ত রোমান্টিকতা দিয়ে শুরু হয়, তাদের মধ্যে বিচ্ছেদের প্রবণতা বেশি। কারণ, ওরকম রোমান্টিকতা ধারাবাহিকভাবে বজায় রাখা অত্যন্ত কঠিন। বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্য যে, যাদের দাম্পত্য জীবনের শুরুতে তুলনামূলক কম ‘হলিউড রোমান্স’ থাকে, তাদের বৈবাহিক সম্পর্ক মজবুত হয়।’