ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ কেবল টাকার পেছনে না ছুটে মানুষের সেবা করুন: রাষ্ট্রপতি

কেবল টাকার পেছনে না ছুটে মানুষের সেবা করুন: রাষ্ট্রপতি

0
259

এক সময় কিশোরগঞ্জ আদালতে আইনপেশার সঙ্গে যুক্ত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দিয়েছিলেন আইনজীবী সমিতির নেতৃত্বও। সেই আইনজীবী সমিতির পক্ষ থেকে আজ বৃহস্পতিবার তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে আইনজীবী জীবনের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, অতীতে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে আইনজীবীদের যে গৌরবোজ্জ্বল ভাবমূর্তি ও ঐতিহ্য ছিল তা আজ অনেকটাই ম্লান হয়ে গেছে। আগে যারা সংসদে এমপি হতেন তাদের একটা বড় অংশই ছিল আইনজীবী। তাঁরা সমাজ ও রাষ্ট্রে নেতৃত্ব দিতেন। তবে বর্তমানে সময়ে নানা অবক্ষয়ের কারণে সেটা আর দেখা যায় না। তাঁদের বিরুদ্ধে প্রায়শই নিরীহ মানুষকে হয়রানির অভিযোগ পাওয়া যায়। এ কারণে মানুষ আইনজীবীদের আগের মতো শ্রদ্ধার চোখে দেখে না। সমাজে তাদের প্রভাব দিন দিন কমছে। কিন্তু এটি ভালো লক্ষণ না। এ হতাশাজনক অবস্থা থেকে বের হয়ে আসতে হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপধান পরিসংখ্যান দিয়ে বলেন, ১৯৭০ সালের পার্লামেন্টে আইনজীবীর সংখ্যা ছিল শতকরা ৫১ ভাগ। তা কমে অষ্টম সংসদে গিয়ে দাঁড়ায় মাত্র ৩৩ জন। তার মধ্যে অনেক নিষ্ক্রীয় আইনজীবীও ছিলেন। এখন হয়ত তা আরো কমে গেছে। এসব তথ্য থেকে এটাই প্রমাণিত হয় আইনজীবীরা তাদের অতীত গৌরব হারিয়েছেন।

রাষ্ট্রপ্রধান আইনজীবীদের সমালোচনা করে বলেন, কিশোরগঞ্জ আদালতে আইনি সেবা প্রত্যাশীদের কাছ থেকে ওকালতনামা বাবদ ২৭০ টাকা করে নেওয়া হয়। এটি খুবই বেশি। সামিতির স্বার্থে এত বেশি টাকা নেওয়া কোনোভাবেই উচিত নয়। কেবল টাকার পেছনে ছোটার যে কালচার তৈরি হয়েছে, তা থেকে বের হয়ে আসতে হবে। তবেই মানুষ আইনজীবীদের আগের মতো শ্রদ্ধা করবে। (কালের কন্ঠ)