শিরোনাম :
বাউল শিল্পী সুবাস রোজারিওকে কুষ্টিয়া থেকে পাওয়া গেছে
সুমন কোড়াইয়া || ডিসি নিউজ
নিখোঁজ বাউল শিল্পী সুবাস রোজারিওকে কুষ্টিয়ার হরি নারায়ণপুর গ্রামের একটি শ্বশান থেকে ধ্যানরত অবস্থায় পাওয়া গেছে।
বড়াইগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. হারুন উর রশিদ ডিসি নিউজকে রাত এগারটার দিকে মোবাইলে বলেন, ‘বাউল শিল্পী সুবাস রোজারিওকে কুষ্টিয়ার হরি নারায়ণপুর গ্রামের একটি শ্বশান থেকে ধ্যানরত অবস্থায় পাওয়া গেছে। তিনি পরিপূর্ণ সুস্থ আছেন।’
তিনি আরো জানন, জবানবন্দি নিয়ে ও আইনি পক্রিয়া শেষে সুবাসকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
জানা গেছে, সুবাসকে পাওয়া যাওয়ার খবর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি অবগত হওয়ার পর তা বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিওকে জানিয়েছেন। নির্মল রোজারিও ডিসি নিউজকে বলেন, ‘বাউল শিল্পী সুবাসকে খোঁজে বের করার জন্য আমি স্বরাষ্ট্র মন্ত্রী ও পুলিশ প্রশাসনকে কৃতজ্ঞতা জানাই।’
প্রসঙ্গত, ২৪ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন সুবাস রোজারিও।