ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ চট্টগ্রাম ক্যাথিড্রাল জপমালা রাণীর গীর্জায় পবিত্র প্রথম কম্যুনিয়ন গ্রহণ অনুষ্ঠান

চট্টগ্রাম ক্যাথিড্রাল জপমালা রাণীর গীর্জায় পবিত্র প্রথম কম্যুনিয়ন গ্রহণ অনুষ্ঠান

0
433

||ম্যাগডেলিন ডি’সিলভা, চট্টগ্রাম ||

চট্টগ্রাম মহা ধর্মপ্রদেশের ক্যাথিড্রাল গীর্জায় বেশ ‍কয়েক শিশু পবিত্র প্রথম কম্যুনিয়ন গ্রহণ করে।
১৮ অক্টোবর সকাল ৮ঃ৩০ মিনিটে  ফাদারগণ ও   প্রথম কম্যুনিয়ন গ্রহণ প্রাথীগণ  সারিবদ্ধভাবে শোভাযাত্রা করে গীর্জায় প্রবেশ করে। এরপর সকাল ৯টায় শুরু হয় পবিত্র  খ্রীষ্টযাগ।
খ্রীষ্টযাগ উৎসর করেন পাল পুরোহিত ফাদার সুব্রত বনিফাস টলেন্টিনু, সিএসসি। তিনি উপদেশে বলেন, খ্রীষ্টপ্রসাদ গ্রহণ মানে হল প্রভুযীশুকে দেহ মন আত্মায় গ্রহণ করা। এখন থেকে তোমরা প্রভুর নতুন শিষ্য,  নতুন সৈনিক। তোমরা প্রভুযীশুকে গ্রহণ করেছ, তাই তাঁর গুণাবলী নিজেদের জীবনে চর্চা করবে।।

জীবনে প্রথমবারের মত গ্রহণ করার আনন্দে উচ্ছসিত ছিল প্রথম কম্যুনিয়ন গ্রহণ প্রার্থীগণ।
  এর আগে সিস্টার ও শিক্ষিকাগণ  প্রায় তিনমাসব্যাপি  ধর্মশিক্ষার মাধ্যমে শিশুদের প্রথম কম্যুনিয়ন গ্রহণের জন্য আধ্যাত্মিকভাবে প্রস্তুত করেন।
খ্রীষ্টযাগের পরে প্রথম কম্যুনিয়ন প্রার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। চট্টগ্রাম ক্যাথলিক ক্লাব শিশুদের  নাস্তা ও উপহার প্রদান করে।