শিরোনাম :
dcnewsbd.com এর আনুষ্ঠানিক পরিচিতি এবং শুভযাত্রা
‘পত্রিকার জনপ্রিয়তার জন্য প্রয়োজন দক্ষ কর্মীবাহিনী এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার’ বলে মন্তব্য করেন দৈনিক প্রথম আলোর যুগ্ম-সম্পাদক। তিনি ডিসিনিউজবিডি ডটকমের পরিচিতি অনুষ্ঠানে ‘পত্রিকার জন্য সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ পত্রিকার মান বাড়াবে বলে উল্লেখ করেন।’
তিনি বলেন, ডিসিনিউজ এক সময় শীর্ষনিউজ পোর্টাল এবং সংবাদ মাধ্যমের সাথে প্রতিয়োগিতা করবে, যদি দক্ষ কর্মীবাহিনী নিয়োগ দেওয়া যায়। বাংলাদেশে খ্রিস্টানদের অনেক ভূমিকা রয়েছে, ঢাকা ক্রেডিট যেসকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তাতে ডিসিনিউজও উন্নয়নের প্রতিয়োগিতায় চলে আসবে। ডিসিনিউজ যদি জনপ্রিয় হয় তবে তা অবাক হওয়ার কিছু নেই। কারণ ঢাকা ক্রেডিটের বিভিন্ন বিষয়ে লক্ষ্য করে দেখা যায়, তারা কোনো অংশেই থেমে নেই।
‘ডিসিনিউজ ডটকম’ বাংলাদেশে প্রথম খ্রিস্টান সম্প্রদায়ের জাতীয় অন-লাইন পত্রিকা। বৃহত্তর ঢাকা ক্রেডিট অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি নানা ধরনের সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। সময়ের দাবিতে ডিসিনিউজবিডি ডটকম তেমনই একটি চাহিদার পূরণ।
এক ঝাঁক তরুন শিক্ষানবীস রিপোর্টার এবং কয়েকজন পেশাদারী সাংবাদিক নিয়ে dcnewsbd.com এর যাত্রা শুরু হয়েছে।
৩ ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩টায় তেজগাঁও ঢাকা ক্রেডিট ভবনে ডিসিনিউজবিডি ডটকমের পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডিসিনিউজবিডি ডটকমের সম্পাদক রাফায়েল পালমার তত্ত্বাবধানে এবং মনিকা চম্পা গমেজের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট জেমস প্রদীপ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও চার্চের ফাদার কমল কোড়াইয়া, খ্রীষ্টীয় যোগাযোগ কেন্দ্রের পরিচালক ফাদার বুলবুল রিবেরুসহ বিভিন্ন ইলেকট্রনিক্স, অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং কলাকুশলীবৃন্দ।
এদিন অন্যান্য বক্তারা ডিসিনিউজের যাত্রা এবং পথ চলার জন্য শুভ কামনা করে বলেন, ‘আমরা আশা করি ডিসিনিউজবিডি ডটকম এক সময় জনপ্রিয় এবং নির্ভরযোগ্য একটি সংবাদ মাধ্যম হবে। সকালে আমরা যখন নাস্তা করি, তখন যেন ডিসিনিউজবিডি ডটকমের খবর পড়েই তা শুরু করি।’ আমাদের সেই লক্ষ্য নিয়েই কাজ করতে হবে। আমরা যেন ডিসিনিউজেরই একজন অংশিদার ভাবতে পারি।
তারা আরো বলেন, কর্মীবাহিনী বাড়িয়ে একটি শক্ত ভিত্তির ওপর ডিসিনিউজকে দাঁড়াতে হবে। যখন মানবসম্পদ শক্তিশালী হবে, তখন ডিসিনিউজের পথ চলাকে কেউ থামাতে পারবে না। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অচিরেই ডিসিনিউজকে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাবে।
আরবি/আরবি
৩ ডিসেম্বর, ২০১৬