শিরোনাম :
আমেরিকায় ঢাকা ক্রেডিটের সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ডিসিনিউজ ।। ডেক্স
আমেরিকায় অবস্থিত ঢাকা ক্রেডিটের সদস্যদের সাথে ডিভাইন মার্সি হাসপাতাল লি: বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৩০ জুলাই, আমেরিকায় নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং কানেকটিকাটে বসবাসরত ঢাকা ক্রেডিটের সদস্য, বিভিন্ন নেতৃবৃন্দ এবং সংবাদকর্মীদের নিয়ে ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ ডিভাইন মার্সি হাসপাতালের অগ্রগতি এবং বিভিন্ন বিষয় নিয়ে এক আলোচনায় অংশ নেন। মতবিনিময় সভার নেতৃত্ব দেন হাসপাতাল নির্মাণ কমিটির আহ্বায়ক ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ।
এ সময় তিনি ঢাকা ক্রেডিটের নির্মিতব্য হাসপাতালের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং উপস্থিত সকলে আলোচনায় অংশ নেন। অংশগ্রহণকারীগণ হাসপাতাল নির্মাণের মতো এই মহৎ কর্মযজ্ঞের জন্য ঢাকা ক্রেডিটের প্রশংসা করেন এবং হাসপাতাল নির্মাণে অংশগ্রহণের জন্য প্রত্যাশা ব্যক্ত করেন।
এ দিন হাসপাতালের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুখেন যোসেফ গমেজ।