ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ আর্চবিশপ মজেস এম কস্তা আর নেই

আর্চবিশপ মজেস এম কস্তা আর নেই

0
2735

|| ডিসি নিউজ ||
চট্টগ্রাম মেট্রোপলিটান আর্চডায়োসিসের আর্চবিশপ মজেস এম কস্তা আজ সকাল ৯:২০ মিনিটে মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তাঁর আত্মার কল্যাণে পবিত্র খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হবে দুপুর ১২:৩০ মিনিটে তেজগাঁও ধর্মপল্লীতে এবং বিকাল ৩টায় গাজীপুরের তুমিলিয়া ধর্মপল্লীতে। চট্টগ্রামে কখন তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হবে তা দ্রুত জানানো হবে বলে জানিয়েছেন কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও।
কাথলিক বিশপ সম্মিলনীর সেক্রেটারি জেনারেল হিসেবেও তিনি দায়িত্ব পালন করছিলেন। আর্চবিশপ মজেস এম কস্তা সিএসসি আর্চবিশপ মজেসের জন্ম গাজীপুরের তুমিলিয়ায় ১৭ নভেম্বর ১৯৫০ সনে। তিনি পুরোহিত হন ৫ ফেব্রুয়ারি ১৯৮১ সনে। দিনাজপুরের বিশপ হিসেবে অভিষেক লাভ করেন ৬ সেপ্টেম্বর জুলাই ১৯৯৬ সনে। চট্টগ্রামে বিশপ হিসেবে দায়িত্ব নেন ২৭ মে ২০১১ সনে। চট্টগ্রাম মেট্রোপলিটান আর্চডায়োসিসের আর্চবিশপ হিসেবে নিযুক্ত হন ২৭ মে ২০১১ সনে।
চট্টগ্রাম মেট্রোপলিটান আর্চডায়োসিসের ৩০ হাজারের বেশি কাথলিক খ্রিষ্টভক্তের তিনি ধর্মপাল ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

আর্চবিশপ মজেস দূরদর্শীসম্পন্ন আর্চবিশপ ছিলেন: বিশিষ্টজনদের মত

শ্রদ্ধেয় আর্চবিশপ মজেস এম. কস্তা সিএসসি’র সংক্ষিপ্ত জীবনী

আর্চবিশপ মজেস এম কস্তা আর নেই

আর্চবিশপ মজেস এম কস্তার শারীরিক অবস্থার অবনতি