ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ গভীর শ্রদ্ধা-ভালোবাসায় শায়িত হলেন সমবায়ী নেতা নয়ন জি রোজারিও

গভীর শ্রদ্ধা-ভালোবাসায় শায়িত হলেন সমবায়ী নেতা নয়ন জি রোজারিও

0
1223

ডিসিনিউজ || ঢাকা

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সাভারের ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর সেক্রেটারি নয়ন জি রোজারিওর মরহেদ সমাধিস্থ হলো।
৫ জুলাই ধরেন্ডা গির্জায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ঢাকা কাথলিক মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ। এ সময় তিনি উপদেশে বলেন, ‘নয়নের বিশ্বাসের জীবন খুব ছিল দৃঢ়। মানুষের জীবন কথা বলে। ভালো মানুষ বলেই নয়নের মৃত্যুর পর মানুষ তাঁর বিষয়ে ভালো বলছে। আমরা তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।’


সমবায়ী নেতা ও ধরেন্ডার সেন্ট যোসেফ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক নয়নের মৃত্যুতে খোলা হয় একটি শোকবার্তা বই। সেখানে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের শোকবার্তা লিখে প্রকাশ করেন তাঁদের বেদনাময় অনুভূতি।
নয়নের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থেকে গভীর শোক প্রকশ করেন বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সমবায় সমিতি ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিষ্টান কো-অপারেটিভস্ লিমিটেড (কাককো)-এর চেয়ারম্যান নির্মল রোজারিও।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ডিসিনিউজকে বলেন, ‘নয়ন জি রোজারিও ছিৎেলন আমার খুব কাছের মানুষ। পেশাগত জীবনে তিনি শিক্ষক এবং খুব ভালো মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন আদর্শবান সমবায়ী নেতাকে হারালাম। আমার বিশ্বাস নয়নকে ঈশ্বর একটি বিশেষ উপহার হিসেবে এ পৃথিবীতে পাঠিয়েছিলেন। সমবায় অঙ্গনে আমরা একজন আদর্শ সমবায়ী নেতাকে হারিয়েছি।’

কাককোর চেয়ারম্যান নির্মল রোজারিও বলেন, নয়ন সেন্ট যোসেফ হাই স্কুল এন্ড কলেজের জনপ্রিয় ইংরেজি শিক্ষক ছিলেন। তিনি একজন সংস্কৃতিমনা ব্যক্তিত্ব ছিলেন। তাঁর কাজ দিয়ে আদর্শ শিক্ষক ও আদর্শ সমাজকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁর মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়।’
অন্ত্যেষ্টিক্রিয়ার আগে স্মৃতিচারণ করেন ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ, সেন্ট যোসেফ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিস্টার মেরী নমিতা এসএমআরএ, নয়নের ছোটভাই জনি হিউবার্ট রোজারিও ও নয়নের ছেলে প্রান্ত রোজারিও। তাঁরা সকলেই স্তৃতিচারণের সময় আবেগাপ্লাত হয়ে কান্নায় ভেঙে পড়েন। স্মৃতিচারণ অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন ডিরেক্টর ও ধরেন্ডা পালকীয় পরিষদের সেক্রেটারি আগষ্টিন প্রতাপ গমেজ।
নয়নের মৃত্যুতে ধরেন্ডা ধর্মপল্লীর পাল-পুরোহিত আলবার্ট রোজারিও বলেন, ‘ধরেন্ডাবাসী তাঁদের একজন সম্পদকে হারালো। তাঁর আকস্মিক মৃত্যুতে এ এলাকার মানুষ স্তম্ভিত। নয়ন স্যার এভাবে চলে যাবেন তা কেউ ভাবেননি। তিনি ভাল একজন সংগঠক ছিলেন। যেকোনো অনুষ্ঠান তিনি সুচারুরূপে সম্পাদন করতে পারতেন। তাঁর আত্মার চির শান্তি কামনা করি। তাঁর প্রতি জানাই শ্রদ্ধা ও ভালোবাসা।’


নয়ন ধরেন্ডার রাজাসন গ্রামের সন্তান। তিনি সুশীল রোজারিও ও মেরী রোজারিওর সন্তান। মৃত্যুকালে নয়ন রেখে গেছেন স্ত্রী কৌশলা পিউরীফিকেশনসহ তিন সন্তান অনন্যা, শান্ত ও অরিত্রকে।
৬ জুন করোনায় আক্রান্ত হওয়ার তাঁর নমুনা টেস্টে পজেটিভ আসে। ৮ জুন থেকে তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর শারীরিক অবস্থা বেশি ভালো যাচ্ছিলো না। উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তর করা হয় স্কয়ার হাসপাতালে। তাঁকে দুইবার প্লাজমা থেরাপীও দেওয়া হয়। কিন্তু কোনো প্রচেষ্টাই সফল হলো না। অবশেষে ৪ জুলাই তিনি মারা যান।
উল্লেখ্য, কিছুদিন আগে সাভারের কমলাপুরের খ্রিষ্টভক্ত রনি গমেজ নামে একজন করোনায় আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এই প্রতিবেদন সংক্রান্ত অডিও ও ছবি:

পংকজ গিলবার্ট কস্তার বক্তব্যের অডিও শুনুন

নির্মল রোজারিওর বক্তব্যের অডিও শুনুন

বিশপ শরৎ ফ্রান্সিস গমেজের উপদেশের অডিও

আরো ছবি

[wp1s id=”13011″]