ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ২২ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা প্রচ্ছদ গহিনের মুখোমুখি কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব

গহিনের মুখোমুখি কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব

0
545

গহিনের মুখোমুখি কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব

ডিসিনিউজ ।। বান্দুরা

অনুষ্ঠিত হলো কবি জেমস আনজুসের প্রথম কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব। ‘গহিনের মুখোমুখি’ কবি জেমস আঞ্জুসের প্রথম কাব্যগ্রন্থ।

১১ ফেব্রুয়ারি নবাবগঞ্জ শহীদ মিনারে প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন ঢাকার দোহার-নবাবগঞ্জ এলাকার ইট ভাটায় শিশু শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান বর্ণমালা বিদ্যালয়। বর্ণমালা বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা তাসদিদ আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কবি কাজি সালেহ উদ্দিন, নবাবগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক আজহারুল হক, সাংবাদিক সাদের হোসেন বুলু, নৃত্যশিল্পী চন্দ্রা গমেজ, কবি ও গীতিকার গ্রেণার দীপ এবং বইটির প্রচ্ছদ শিল্পী খ্রীষ্টফার অপূর্ব দেছাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে কাব্যগ্রন্থ হতে কবিতা পাঠ করেন তাসদিদ আহমেদ।

গহিনের মুখোমুখি কাব্যগ্রন্থটি হাওলাদার প্রকাশনী হতে প্রকাশিত হয়েছে। বইটিতে মোট ৪৭টি কবিতা রয়েছে। এই বছর বইমেলাতে হাওলাদার প্রকাশনী, স্টল নং-৩৩৭/৩৩৮/৩৩৯-এ বইটি পাওয়া যাবে। এছাড়াও রকমারি ডটকম থেকেও বইটি অর্ডার করা যাবে। বইটির ক্রয় মূল্য ৯০ টাকা।