শিরোনাম :
চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা ক্রেডিটের কর্মী রোজলিন চিত্রা গমেজ
ডিসিনিউজ ॥ ঢাকা
০২ জানুয়ারি ঢাকা ক্রেডিটের সাধনপাড়া সেবাকেন্দ্রের সিনিয়র অফিসার রোজলিন চিত্রা গমেজ মারা যান। রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৪ বছর।
০৩ জানুয়ারি দুপুর ১২ টায় তুমুলিয়া গির্জায় তার অন্ত্যেষ্টিক্রিয়ার পবিত্র খ্রিষ্টযাগ হয়।
রোজলিন চিত্রা গমেজের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ঢাকা ক্রেডিট পরিবার। ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং ও ডিরেক্টর মনিকা গমেজ, প্রধান নির্বাহী অফিসার (সিইও) লিটন টমাস রোজারিও, সিওসহ ঢাকা ক্রেডিটের বেশ কয়েকজন কর্মী আজ তুমুলিয়া গির্জায় তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন ও তাঁর কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। তার আত্মীয়-স্বজনসহ শতাধিক শুভাকাঙ্খী অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন।
তিনি ১৯৭৯ সালের ৫ সেপ্টেম্বর তুমুলিয়া ধর্মপল্লীর পিপ্রাশৈর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি অনীল পি. গমেজ এবং মনি পালমার সন্তান। তার স্বামীর নাম শিতল উইলিয়াম কস্তা। তিনি শাইনী, শ্রেয়সী, শায়ন তিনজন সন্তান রেখে তিনি মারা যান।
তিনি ঢাকা ক্রেডিটে যোগদান করেন ১০ মে, ২০০৮ সালে।