ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ২২ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ভারত থেকে আগত মি. বাসিলের সাথে ডিভাইন মার্সি হাসপাতাল সম্পর্কিত আলোচনা সভা

ভারত থেকে আগত মি. বাসিলের সাথে ডিভাইন মার্সি হাসপাতাল সম্পর্কিত আলোচনা সভা

0
478

ডিসিনিউজ।। ঢাকা

ভারত থেকে আগত হাসপাতাল পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন মনিপাল হাসপাতাল গ্রুপের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মি. বাসিলের সাথে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট)-এর ব্যবস্থাপনা কমিটি, ধর্মীয় নেতৃবৃন্দ ও হাসপাতাল বাস্তবায়ন কমিটি সমিতির সর্ববৃহৎ প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতাল সম্পর্কিত এক আলোচনায় অংশ নেন।

৪ মার্চ, ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও ডিভাইন মার্সি হাসপাতালের চেয়ারম্যান ইস্নাসিওস হেমন্ত কোড়াইয়ার সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রেসিডেন্ট কোড়াইয়া ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে স্বাগত বক্তব্যে বলেন, ‘এই হাসপাতালের সাথে আপনি (মি. বাসিল) যুক্ত হয়েছেন, আমরা খুবই আনন্দিত এবং আপনার প্রতি কৃতজ্ঞ। আশা করি সামনের দিনগুলোতেও আপনি আমাদের সাথে থাকবেন।”

মি. বাসিল প্রায় ৪৪ বছরের বেশি সময় ধরে বিভিন্ন প্রতিষ্ঠিত হাসপাতালের পরিচালনা পরিষদের সাথে যুক্ত রয়েছেন যেমন, এ্যাপোলো হাসপাতালের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, জি.ই মেডিক্যাল সিস্টেমের ভাইস-প্রেসিডেন্টসহ বেশ কিছু প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

আলোচনাকালে ঢাকার অবসরপ্রাপ্ত আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি বলেন, ‘খ্রিষ্টে দীক্ষা নেওয়া প্রতিটি মানুষই একজন মিশনারী। মি. বাসিলও বাংলাদেশে ডিভাইন মার্সি হাসপাতালে একজন মিশনারী সেবাকর্মী হিসেবে এসেছেন।’ তিনি এ সময় হাসপাতালের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

ঢাকার আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ ওএমআই বলেন, ‘ডিভাইন মার্সি হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে ঢাকা ক্রেডিট একটি সময়োপযোগি ও দুঃসাহসিক কাজ করেছে। গুনগত সেবার মাধ্যমে ডিভাইন মার্সি হাসপাতাল দেশের সেরা হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী।’

তিনি মি. বাসিলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘মি. বাসিল যেন তার মেধা, দক্ষতা ও অভিজ্ঞতা এ দেশের মানুষের জন্য ব্যবহার করেন।’

অনুষ্ঠানে ডিভাইন মার্সি হাসপাতাল লি: বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, ‘আমরা একটি মানসম্পন্ন হাসপাতাল তৈরির চেষ্টা করি ২০১৬ সাল থেকে এবং ২০২৪ সালে এসে আমরা ডিভাইন মার্সি হাসপাতাল প্রতিষ্ঠা করে চিকিৎসা কার্যক্রম শুরু করেছি।’

‘এখানে ঢাকা ক্রেডিটের সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের টাকা বিনিয়োগ করা হয়েছে। এই বিনিয়োগকে আমরা সফল করতে চাই এবং এর জন্য আপনার মতো (মি. বাসিল) হাসপাতাল বিশেষজ্ঞ প্রয়োজন। আমরা আজকে অত্যন্ত আনন্দিত আপনি আমাদের সাথে যুক্ত হয়েছে।’ বলেন মি. গমেজ।

ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, ‘মি. বাসিল একজন অভিজ্ঞ মানুষ। হাসপাতাল ব্যবস্থাপনায় তার অনেক অভিজ্ঞতা রয়েছে। আশা করি মি. বাসিল তার অভিজ্ঞতাগুলো নিয়ে ডিভাইন মার্সি হাসপাতালকে এগিয়ে নিয়ে যাবেন। তাকে ধন্যবাদ জানাই ডিভাইন মার্সি হাসপাতালের সাথে যুক্ত হওয়ার জন্য।’

ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘ডিভাইন মার্সি হাসপাতাল আশির্বাদ অনুষ্ঠানের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে। আমরা চেষ্টা করছি যথাশিঘ্রই হাসপাতালটি আয়ের দিকে যাবে। মি. বাসিল ভারত থেকে এসেছেন আমাদের সহযোগিতা করতে, আশা করি তিনি আমাদের হাসপাতালটি খুব তাড়াতাড়ি লাভের দিকে নিয়ে যাবেন। আমরা তাকে এ জন্য ধন্যবাদ জানাই।’

অনুষ্ঠানে শেষে মেডিকেল বিশেষজ্ঞ মি. বাসিল ডিভাইন মার্সি হাসপাতালের সাথে যুক্ত হতে পেরে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই হাসপাতাল নির্মাণে অনেক অর্থ বিনিয়োগ হয়েছে কিন্তু আমাদের সফল হওয়া প্রয়োজন এবং এর জন্য সবার প্রার্থনা প্রয়োজন।’

তিনি বলেন, ‘আমাদের সকলের প্রার্থনা, কঠোর পরিশ্রম, দৃঢ় প্রতিজ্ঞা এবং টিম ওয়ার্ক প্রয়োজন।’ বলেন মি. বাসিল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক (প্রশাসন) ও হাসপাতাল কমিটির সদস্য নূর-ই-জান্নাত, সমবায় কর্মকর্তা ও হাসপাতাল কমিটির সদস্য তসলিমা আক্তার, ফাদার অজিত কস্তা ওএমআই, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবি আরেং, ট্রেজারার সুকুমার লিনুস ক্রুশ, বোর্ড অব ডিরেক্টর প্রত্যেশ রাংসা, মনিকা গমেজ, সুব্রত রিচার্ড রোজারিও, ষ্টেলা হাজরা, নিরাপদ হালদার, ডন এ. অধিকারী, মনোজ ক্লেমেন্ট গমেজ, শিপন রোজারিও, ক্রেডিট কমিটির চেয়ারম্যান বার্নার্ড পংকজ ডি’রোজারিও, সেক্রেটারি মোশি মন্ডল, সদস্য উমা ম্যাগডেলিন গমেজ, বকুল রোজারিও, সুশান্ত কুবি, সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান সুমন জেমস্ ডি’কস্তা, সেক্রেটারি সুহৃদ গমেজ, সদস্য পংকজ লরেন্স কস্তা, মারিয়া ডি’কুনা, মলয় নাথ, প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও, প্রাক্তন সিইও ও হাসপাতাল কমিটির সদস্য লিন্টু খৃষ্টফার গমেজ, হাসপাতাল বাস্তবায়ন কমিটির সদস্য সিস্টার নিবেদিতা এসএমআরএ, ঢাকা ক্রেডিটের প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট ও হাসপাতাল কমিটির সদস্য আলবার্ট আশিস বিশ্বাস, ডিভাইন মার্সি হাসপাতালের সিইও মেজর জেনারেল (অবঃ) জন গমেজ, প্রশাসনিক পরিচালক রঞ্জন ফ্রান্সিস রোজারিও, মেডিকেল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ব্রায়েন বি. হালদার, আর্থিক পরিচালক শীরেন সিলভেস্টার গমেজ, ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রঞ্জন জন পল রোজারিও, ঢাকা ক্রেডিটের চিফ অফিসার জোনাস গমেজ, সুইটি শিশিলিয়া পিউরীফিকেশন, খোকন মার্ক কস্তা, স্বপন রোজারিও, বিপুল টি. গমেজসহ অন্যান্য অতিথিবৃন্দ।