শিরোনাম :
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালবাসা দিবস উদযাপন
ডিসিনিউজ ।। ঢাকা
দি খ্রীষ্টান কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর প্রকল্প ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে ১৩ ফেব্রুয়ারি, পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালবাসা দিবস উদযাপন করা হয়।
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের শিক্ষক প্যাটসী ডোনা গমেজ এবং লিয়া পিউরিফিকেশনের পরিচালনায় সকালে শিক্ষার্থী ও শিক্ষিকাগণ ফাল্গুনের গান পরিবেশন, একক সংগীত ও নৃত্য পরিবেশন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের চীফ অফিসার সুইটি শিশিলিয়া পিউরিফিকেশন, প্রিন্সিপাল ডালিয়া রড্রিগস, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
চীফ অফিসার সুইটি শিশিলিয়া পিউরিফিকেশন পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালবাসা দিবস ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে বলেন, “তোমরা সবাইকে ভালবাসবে ও শ্রদ্ধা করবে।”
আয়োজকরা বলেন, শিক্ষার্থীরা বিশ্ব ভালোবাসা দিবসে একে অপরের প্রদি শ্রদ্ধা, ভালোবাসা প্রদর্শন এবং বসন্ত ঋতু সম্পর্কে সম্যক ধারণা দেয়াই এই অনুষ্ঠানের উদ্দেশ্য।