শিরোনাম :
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে অনলাইন ক্লাস
|| ডিসিনিউজ ||
করোনা মহামারিতে শিক্ষার্থীরা সশরীরে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হতে না পারলেও অনেক স্কুলের মতো ঢাকা ক্রেডিট পরিচালিত ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে শিশু শিক্ষার্থীদের অনলাইন ক্লাস দেওয়া হচ্ছে। এতে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে না আগ্রহী শিক্ষার্থীরা।
শিক্ষকগণ ঘরে বসে ভিডিও তৈরি করে তা আপলোপ দিচ্ছেন ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের ফেসবুক পেইজে। এখন অনলাইন প্লাটফর্ম জুমের মাধ্যমে ক্লাসে অংশ নিচ্ছে শিশু শিক্ষার্থীরা। শিখছে বর্ণমালা, ছড়া, কাগজে তৈরি করছে ফুল, ফল, পাখিসহ বিভিন্ন দ্রব্য। অনলাইনে ক্লাস সম্পর্কে ভালো কমেন্ট দিচ্ছে শিক্ষার্থীরা।
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের শিক্ষক প্যাটসী ডোনা গমেজ ডিসিনিউজকে বলেন, ‘করোনার কারণে শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিতে পারছে না বিধায় আমরা এই সেন্টারে অনলাইনে ক্লাস দিচ্ছি। ফলে আমাদের শিক্ষার্থীদের শেখার ধারা অব্যাহত রয়েছে।’
সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া রড্রিগস বলেন, ‘করোনার জন্য আমাদের সেন্টার বন্ধ থাকলেও অন্যান্য স্কুলের শিশুদের মতো অনলাইনে ক্লাস নিচ্ছেন আমাদের টিচাররা। এতে নির্দিষ্ট সময়ে সেশন কাভার করা সহজ হবে। সেশন কাভার করার জন্য অনলাইনকে বেছে নিয়েছি।’
প্রিন্সিপাল জানান, ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার থেকে শিক্ষা লাভ করে শিশুরা অন্যান্য স্কুলে ভর্তির সুযোগ পেয়ে থাকে।
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে করোনার কারণে ৩০% ডিসকাউন্টে নতুন করে শিক্ষার্থীদের ভর্তি করা হচ্ছে। আগ্রহীরা যোগাযোগ করতে পারেন: ০১৭০৯৮১৫৪৮৪, ০১৭০৯৮৮১৫৪২৮ নম্বরে।