ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের সাথে কালব’র ব্যবস্থাপনা পরিষদের শুভেচ্ছা বিনিময়

ঢাকা ক্রেডিটের নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের সাথে কালব’র ব্যবস্থাপনা পরিষদের শুভেচ্ছা বিনিময়

0
368

ডিসিনিউজ ।। ঢাকা

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: ঢাকা (ঢাকা ক্রেডিট)-এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সাথে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি: (কালব)-এর ব্যবস্থাপনা কমিটি সৌজন্য সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় করেন।

১০ জানুয়ারি, ঢাকা ক্রেডিটের ডানিয়েল কোড়াইয়া সভাকক্ষে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার নেতৃত্বে ও সেক্রেটারি জন মাইকেল গমেজের সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কালব’র চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশন, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট ও বর্তমান উপদেষ্টা নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং, ট্রেজারার সুকুমার লিনুস ক্রুশ, কালব’র জেনারেল ম্যানেজার প্যাট্রিক পালমা, কালবে বিভিন্ন বিভাগীয় এজিএম বৃন্দ, ঢাকা ক্রেডিটের ব্যবস্থাপনা কমিটির বোর্ড অব ডিরেক্টর, ক্রেডিট কমিটির সদস্য, সুপারভাইজরি কমিটির সদস্যসহ কর্মীবৃন্দ।

আলোচনা সভায় ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বলেন, ‘কালব একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমরা কালব নিয়ে সব সময় গর্ব করি। বিভিন্ন সময়ে আমরা সাক্ষ্য দেই ঢাকা ক্রেডিটের শিক্ষা তহবিলে অর্থে কালব প্রতিষ্ঠিত হয়েছে। যদিও নেতৃত্বে কারণে কিছু বছর ধরে কালব-এ স্থবিরতা চলছিল, কিন্তু হাউজিং সোসাইটির যোগ্য নেতা আগস্টিন পিউরীফিকেশন এক মাস হয়েছে কালব’র দায়িত্ব নিয়েছেন এবং স্থবিরতা দূর করে প্রতিষ্ঠানকে গতিশীলতা দান করেছেন। আশা করি, ঢাকা ক্রেডিট এবং কালব মিলে সমাজ ও সমবায়ের উন্নয়নে একত্রে কাজ করে যাবে।’

কালব’র চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশন বলেন, ‘কালব প্রতিষ্ঠায় ঢাকা ক্রেডিট সাহসী ভ‚মিকা রেখেছিল। তাদের শিক্ষা তহবিলে অর্থে এই প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল। কয়েক বছর ধরে কালবে কিছু অনিয়মের কারণে ঢাকা ক্রেডিট কিছুটা দূরত্বে ছিল, আশা করি এখন ঢাকা ক্রেডিট কালব’র সাথে পূনরায় আবার নতুন উদ্যোমে কাজ করবে।’

ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, ‘আমাদের সমবায়ীদের অর্থ যেন সমবায়ীরাই ব্যবহার করতে পারে। এর আগে কালব-এ আস্থার সংকট সৃষ্টির জন্য সমবায়ীদের অনেক ক্ষতি হয়েছে। আগস্টিন পিউরীফিকেশন দায়িত্ব নেওয়াতে আবার আস্থার ফিরে এসেছে। আশা করি ঢাকা ক্রেডিট এবং কালব মিলে সমবায়ীদের জন্য এক সাথে কাজ শুরু করবে।’

এ সময় ঢাকা ক্রেডিট এবং কালব’র নেতৃবৃন্দ নিজেদের মধ্যে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।